শহরের তাপমাত্রা বৃদ্ধি রোধে জলাশয়, মাঠ-পার্ক ও উন্মুক্ত স্থান সংরক্ষণের দাবি জানিয়েছে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন। পাশাপাশি শহরে জলবায়ু বিপর্যয়ের কারণে সৃষ্ট তাপমাত্রা বৃদ্ধি রোধে গুরুত্ব দেয়ার আহ্বান জানানো হয়েছে।

রোববার (৩১ অক্টোবর) ধানমন্ডি ২৭ নম্বর মোড়ে ‘ওয়ার্ল্ড সিটিস ডে’ উপলক্ষে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টসহ ৯টি প্রতিষ্ঠানের সম্মিলিত উদ্যোগে আয়োজিত অবস্থান কর্মসূচিতে উপস্থিত বক্তারা এ দাবি জানান।

বক্তার বলেন, অপরিকল্পিত নগরায়ণ এবং নগরাঞ্চলকে ঘিরে সকল ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড সংঘটিত হওয়ায় বিভিন্ন নেতিবাচক প্রভাব পরিলক্ষিত হচ্ছে। যানজট, দূষণ, জলাশয়, মাঠ-পার্ক ও উন্মুক্ত স্থান দখল হয়ে যাওয়া, কার্বন নিঃসরণ বৃদ্ধি ইত্যাদি মূল কারণ। গত ২০ বছরে রাজধানী ঢাকার তাপমাত্রা বেড়েছে প্রায় তিন ডিগ্রি সেলসিয়াস। নগর এলাকার তাপমাত্রা কমিয়ে আনার লক্ষ্যে মাঠ-পার্ক-উন্মুক্ত পরিসর ও সবুজ পরিসর সংরক্ষণ ও নতুনভাবে তৈরি করা; নদী-নালা, খাল-বিল, জলাশয়গুলোকে সংরক্ষণ করা প্রয়োজন।

বক্তারা আরও বলেন, জলবায়ু বিপর্যয়ের প্রভাব আমরা দৈনন্দিন জীবনে উপলব্ধি করতে পারছি। সচেতনতার অভাব জনজীবনের দুর্ভোগ আরো বাড়িয়ে দিচ্ছে। শহরের প্রতি নিজেদের দায়িত্ববোধ থাকাটা অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের বিদ্যালয়ে হেঁটে যাতায়াতে উৎসাহিত করার মাধ্যমে কার্বন নিঃসরণ হ্রাসে উল্লেখযোগ্য অবদান রাখা সম্ভব। বর্তমানে নগরে শিশুদের খেলার জায়গার অপ্রতুলতা রয়েছে যা তাদের যথাযথ শারীরিক ও মানসিক বিকাশের পথে অন্তরায়। শিশুদের জন্য উন্মুক্ত স্থান বৃদ্ধিসহ পর্যাপ্ত খেলার জায়গা তৈরি না করা হলে পরবর্তী প্রজন্মের জন্য স্বাস্থ্য ঝুঁকি তৈরি হবে।

বক্তারা বলেন, দিন দিন তাপমাত্রা যেভাবে বৃদ্ধি পাচ্ছে তা জনজীবনের জন্য হুমকি। আমাদের শহরের মধ্য দিয়েও একাধিক নদী বয়ে গেছে। এছাড়া রয়েছে অসংখ্য খাল, যা নগরের বাতাসকে শীতল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নদী ও খালসমূহ অবৈধ দখল থেকে উদ্ধার করে তা রক্ষণাবেক্ষণের যথাযথ পদক্ষেপ গ্রহণের মাধ্যমে নগরের বাসযোগ্যতা ফিরিয়ে আনা সম্ভব।

ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের সিনিয়র প্রকল্প কর্মকর্তা জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের প্রকল্প কর্মকর্তা আতিকুর রহমান, ঢাকা আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এম এ মান্নান মনির, ছায়াতল বাংলাদেশের স্বেচ্ছাসেবক আয়েশা সিদ্দিকা, রায়ের বাজার স্কুলের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম, হিউম্যান রাইটস ডিস্যাবিলিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শাহানা আক্তার প্রমুখ।

এএসএস/এইচকে