জাতীয় দলের গোলকিপার কোচকে মারধর
সদ্য সমাপ্ত হওয়া সাফ চ্যাম্পিয়নশিপে জাতীয় দলের গোলকিপার কোচ নুরুজ্জামান নয়ন মারধরের শিকার হয়েছেন। এ ঘটনায় তিনি মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডাইরি (জিডি) করেছেন। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নুরুজ্জামান নয়ন জিডিতে উল্লেখ করেন, বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মিরপুর ৬০ ফিট থেকে পল্লবী এলাকায় জাতীয় দলের সাবেক ফুটবলার বেলাল আহমেদের বাসায় যাচ্ছিলেন। ৬০ ফিট থেকে যাওয়ার সময় একটি মোটরসাইকেল রং সাইড দিয়ে এসে তার গাড়ির লুকিং গ্লাস ভেঙে ফেলে। এ সময় গাড়ি থেকে নেমে তিনি চিৎকার করেন। এ কারণে মোটরসাইকেল চালক ক্ষিপ্ত হয়ে তার রাস্তা আটকায়। এ সময় তিনি গাড়ি থেকে নামলে মোটরসাইকেল চালক ও তার ৫ জন সহযোগী তাকে মারধর করে।
বিজ্ঞাপন
মোটরসাইকেল চালক একটি বেসরকারি টেলিভিশনের রিপোর্টার বলেও জিডিতে তিনি উল্লেখ করেন।
এ বিষয়ে মিরপুর মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান ঢাকা পোস্টকে বলেন, নুরুজ্জামান নয়ন এ বিষয়ে আমাদের থানায় একটি জিডি করেছেন। একজন উপ-পরিদর্শককে বিষয়টি তদন্ত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বিষয়টি তদন্ত করছেন।
এমএসি/এসকেডি