চট্টগ্রামে গ্রাহকের টাকা আত্মসাতের এক মামলায় শাহ আলম নামে এক ব্যাংক কর্মকর্তাকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনশী আবদুল মজিদ এ আদেশ দেন। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি (পাবলিক প্রসিকিউটর) মাহমুদুল হক।  

তিনি বলেন, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সোনালী ব্যাংকের একটি শাখার ব্যবস্থাপক ছিলেন শাহ আলম। এক গ্রাহকের ঋণ বাবদ পরিশোধকৃত ৯০ হাজার ৫১৩ টাকা ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করেন তিনি। এ ঘটনায় শাহ আলম বিরুদ্ধে ১৯৯২ সালে মামলা করে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো। ওই মামলায় আজ রায় ঘোষণা করা হয়েছে।

তিনি আরও বলেন, রায়ে আদালত শাহ আলমকে ৪০৯ ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন। অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেন আদালত। 

১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ এর ২ ধারায় আদালত তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেন। শাহ আলম বর্তমানে পলাতক।

গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় দীর্ঘ ৩০ বছর পর আট সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ মামলার রায় দিয়েছেন বলেও জানান দুদকের পিপি মাহমুদুল হক।

কেএম/আরএইচ