বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের জন্মশতবার্ষিকীর মধ্যেই প্রবাসী‌দের জন্য সা‌পোর্ট সেন্টার চালু করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মু‌নিরুছ সা‌লেহীন।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ও বিশ্বব্যাংকের মধ্যে কো‌ভিড-ফেরত কর্মীদের রিইন্টিগ্রেশন প্রজেক্ট এগ্রিমেন্ট স্বাক্ষর অনুষ্ঠানে এ তথ্য জানান সচিব মু‌নিরুছ সা‌লেহীন।

সচিব বলেন, ‘মু‌জিবব‌র্ষের মধ্যেই আমরা প্রবাসী‌দের জন্য সা‌পোর্ট সেন্টার চালু করব। ১৬ ডিসেম্বরের মধ্যেই এটা চালু হবে। এটার সব কার্যক্রম প্রায় শেষের দি‌কে। সব কিছু প্রস্তুত। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এটির উদ্বোধন করবেন।’

মূলত রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী‌দের জন্য সা‌পোর্ট সেন্টার চালু করবে সরকার। এ সা‌পোর্ট সেন্টারে প্রবাসী কর্মী‌রা বিদেশে যাওয়া এবং দেশে ফেরার পর সাময়িক অবস্থান কর‌তে পারবেন।

সা‌পোর্ট সেন্টারে প্রবাসী‌দের থাকার প্রক্রিয়া সম্পর্কে সচিব জানান, প্রবাসী‌দের থাকার প্রক্রিয়া কীভাবে হবে এগু‌লো এখনও চূড়ান্ত হয়নি। তবে এটির গাইডলাইন তৈরির কাজ চলছে।

এনআই/এসএসএইচ