করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দ্বিতীয় দফা টিকা ক্যাম্পেইনের দ্বিতীয় ডোজ প্রয়োগ শুরু হয়েছে। দ্বিতীয় ডোজ টিকা দিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ৭৫টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। কেন্দ্রগুলোতে সকাল ৯টায় শুরু হওয়া টিকাকার্যক্রম চলবে বিকেল ৩টা পর্যন্ত।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাসের।

তিনি বলেন, দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় টিকাকার্যক্রম পরিচালনায় ৭৫টি ওয়ার্ডে ৭৫টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। ১ম পর্যায়ে ১৫ হাজার ৮৭৫ জন পুরুষ, ১২ হাজার ৮২৭ জন নারীসহ মোট ২৮ হাজার ৭০২ জন টিকা নিয়েছিলেন।

এদিকে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, প্রথম ডোজের ক্ষেত্রে দুই দিনে এ লক্ষ্যমাত্রা পূরণ করলেও দ্বিতীয় ডোজে একদিনেই (আজ) ৮০ লাখ লোককে টিকা দিতে চান তারা।

গত ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ৮০ লাখ মানুষকে একসঙ্গে টিকা দেওয়ার কথা ছিল। তবে একদিনে সেই লক্ষ্যমাত্রা পূর্ণ হয়নি। তাই ২৯ সেপ্টেম্বরসহ ৮০ লাখ ৯৩ হাজার ২৩৬ জনকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়।

এর আগে গত ৭ আগস্ট থেকে প্রথম ধাপে গণটিকার ঘোষণা দেয় সরকার। সে সময় পাঁচ দিনের জন্য চলে এ কার্যক্রম।

তালিকা

এএসএস/এসএসএইচ