ডিএসসিসির ৬ পরিচ্ছন্নতাকর্মীর কর্ম অবসায়ন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) দৈনিক মজুরি ভিত্তিক পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে ৫৯ বছর বয়স অতিক্রান্ত হওয়ায় ৬ জনকে কর্ম অবসায়ন করা হয়েছে।
মঙ্গলবার (২৬ অক্টোবর) ডিএসসিসি সূত্রে এ তথ্য জানা গেছে। ইতোমধ্যে এসব পরিচ্ছন্নতাকর্মীদের কর্ম অবসায়নের দফতর আদেশ জারি করেছেন ডিএসসিসির সচিব আকরামুজ্জামান।
বিজ্ঞাপন
দফতর আদেশ অনুযায়ী, এই ৬ জন পরিচ্ছন্নতাকর্মী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে ২১ অক্টোবর থেকে আর কোন বেতন-ভাতা, আর্থিক সুবিধা পাবেন না।
কর্ম হতে অবসায়ন হওয়া ৬ পরিচ্ছন্নতাকর্মীরা হলেন, অঞ্চল ৩ এর ২৬ নম্বর ওয়ার্ডের ইউসুফ আলী, অঞ্চল ৩ এর ২৫ নম্বর ওয়ার্ডের সাহেরা খাতুন, অঞ্চল ১ এর ১৮ নম্বর ওয়ার্ডের জায়দুল হোসেন, অঞ্চল ৩ এর ২৫ নম্বর ওয়ার্ডের আমেনা বেগম, অঞ্চল ৩ এর ২৮ নম্বর ওয়ার্ডের আন্না বেগম এবং অঞ্চল ৩ এর ২২ নম্বর ওয়ার্ডের আবুল হোসন।
দফতর আদেশে এসব পরিচ্ছন্নতা কর্মীদের বিষয়ে বলা হয়েছে, এসব পরিচ্ছন্নতা কর্মীদের কারও অনুকূলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃক বাসা বরাদ্দ থাকলে তা আদেশ জারির তারিখ হতে বাতিল বলে গণ্য হবে। বাসার বিপরীতে কোনো পাওনা থাকলে তা এক মাসের মধ্যে ডিএসসিসির সম্পত্তি বিভাগের কাছে বুঝিয়ে দিতে হবে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এএসএস/ওএফ