বিনামূল্যে করোনার টিকা চান বস্তিবাসী
বস্তিবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে বিনামূল্যে করোনার টিকা দেওয়াসহ তিন দফা দাবি জানিয়েছে বাংলাদেশ বস্তিবাসী ইউনিয়ন।
রোববার (২৪ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এ দাবি জানান তারা।
বিজ্ঞাপন
এছাড়াও প্রকৃত বস্তিবাসীদের জন্য সরকারি আবাসন প্রকল্পের গৃহ বরাদ্দ করা এবং রেশনিং ব্যবস্থা চালু করার দাবিও জানান তারা।
সমাবেশে বক্তারা বলেন, গৃহহীনদের জন্য সরকারি অর্থে নির্মিত আবাসন প্রকল্পে বরাদ্দ পাচ্ছে সরকারদলীয় ব্যক্তিরা। প্রকৃত গৃহহীন বস্তিবাসীরা সরকারি অর্থে নির্মিত ঘর বরাদ্দ পাচ্ছে না। সুন্দর শিরোনামের একেকটি মেগা প্রকল্প ‘মেগা লুটপাট’এর ক্ষেত্রে পরিণত হয়েছে। গরিবের হক বরাদ্দ পাচ্ছে জায়গা ও বাড়ির মালিকরা। বস্তিবাসীসহ শহরের শ্রমজীবী মেহনতি মানুষ একতাবদ্ধ হয়ে শাসকশ্রেণিকে অবরুদ্ধ করে ন্যায্য পাওনা আদায় করতে হবে।
বক্তারা আরও বলেন, করোনা পরিস্থিতির মধ্যে বস্তিবাসী শ্রমজীবী মানুষ সংক্রমণের ঝুঁকি মাথায় নিয়ে কারখানাসহ তাদের কর্মক্ষেত্রে কাজ করেছে। করোনার টিকা প্রদানের অগ্রাধিকার তালিকায় এখন এই শ্রমজীবী মানুষদের ঠাঁই হচ্ছে না। একদিকে রাষ্ট্রের হাজার কোটি টাকা ‘বেক্সিমকোর মতো লুটেরাদের হাতে তুলে দেয়া হচ্ছে’, অন্যদিকে রাষ্ট্রীয় অর্থে কেনা টিকা বিতরণের ক্ষেত্রে শ্রমজীবীদের বাদ দিয়ে ন্যায্যতার নীতি লঙ্ঘন করা হচ্ছে।
সমাবেশে উপস্থিত ছিলেন- বাংলাদেশ বস্তিবাসী ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি কুলসুম বেগম, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান, সংগঠনটির উপদেষ্টা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ ক্বাফী রতন, বস্তিবাসী ইউনিয়নের উপদেষ্টা আহসান হাবীব লাবলু, বস্তিবাসী ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল বারেক, কেন্দ্রীয় নেতা নুরজাহান বেগম প্রমুখ।
এমএইচএন/এফআর