চট্টগ্রামে ভুয়া চিকিৎসক আটক
চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট এলাকা থেকে আমির-ই-আজম খাঁন (৫৩) নামে ভুয়া চিকিৎসককে আটক করেছে র্যাব।
সোমবার (২৫ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক ( মিডিয়া) মো. নূরুল আবছার।
বিজ্ঞাপন
আমির-ই-আজম খাঁন (৫৩) মুরাদনগর উপজেলার দৌলতপুর গ্রামের মৃত বজলুর রহমান খাঁনের ছেলে। চট্টগ্রাম নগরীর সিআরবি এলাকায় বসবাস করতেন তিনি।
র্যাব কর্মকর্তা মো. নূরুল আবছার বলেন, চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট এলাকায় ফার্মেসি খুলে দীর্ঘ দিন ধরে ভুয়া চিকিৎসা দিয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন আমির-ই-আজম খাঁন। এরপর গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ৮টার দিকে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমির-ই-আজম খাঁন ভুয়া ডাক্তার বলে স্বীকার করেছেন। দীর্ঘদিন ধরে ভুয়া চিকিৎসা দিয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন তিনি। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কেএম/এসকেডি