নাশকতার মামলায় আসলাম চৌধুরীসহ ৫৬ নেতাকর্মীর বিচার শুরু
চট্টগ্রামের সীতাকুণ্ড থানায় নাশকতার অভিযোগে দায়ের হওয়া এক মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীসহ ৫৬ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৫ অক্টোবর) চট্টগ্রামের সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আ স ম শহীদুল্লাহ কায়সার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি চট্টগ্রামের সহকারী পাবলিক প্রসিকিউটর রুবেল পাল।
তিনি বলেন, সীতাকুণ্ড থানায় দায়ের হওয়া মামলায় আসলাম চৌধুরীসহ ৫৬ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে আদালত অভিযোগপত্র গঠন করেছেন। আগামী বছরের ২৩ জানুয়ারি থেকে মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত।
বিজ্ঞাপন
রুবেল পাল আরও বলেন, আসামিরা বিএনপি-জামায়াতের নেতাকর্মী। তারা ওই সময়ে নির্বাচনকে বানচাল করার জন্য ও দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য নাশকতা করেছিল। সে সময় তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। রাষ্ট্রের ক্ষতি ও আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ড বাধাগ্রস্ত করেছিল। দীর্ঘ তদন্ত শেষে মামলার চার্জশিট দেওয়া হয়েছে। আজকে আসলাম চৌধুরীসহ ৫৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
অভিযোগ গঠনের সময় আসলাম চৌধুরীসহ ৯ জন আদালতে উপস্থিত ছিলেন। বাকি ৪৭ আসামি পলাতক।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ৮ নভেম্বর চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন ভাঙচুর, গাড়িতে আগুন দেওয়াসহ নাশকতার ঘটনা ঘটে। এ ঘটনায় সীতাকুণ্ড থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফারুক আহাম্মদ বাদী হয়ে আসলাম চৌধুরীসহ কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ২০১৫ সালে আসলাম চৌধুরীসহ ৫৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
২০১৬ সালের ১৫ মে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে গ্রেফতার হন বিএনপির যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির তৎকালীন আহ্বায়ক আসলাম চৌধুরী।
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টের সঙ্গে হাত মিলিয়ে ‘বাংলাদেশের সরকার উৎখাত ষড়যন্ত্রের’ অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।
এরপর রাষ্ট্রদ্রোহের দুই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরে নাশকতা, চেক প্রতারণাসহ বিভিন্ন মামলায় আসামি হন আসলাম।
কেএম/জেডএস