বিমানের একটি ফ্লাইট থেকে ১২ কেজি সোনার বার উদ্ধার নিয়ে সংবাদ সম্মেলন করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মো. আব্দুর রউফ।

সোমবার দুপুরে শুল্ক গোয়েন্দার প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মহাপরিচালক ড. মো. আব্দুর রউফ জানিয়েছেন, স্বর্ণ চোরাকারবারিদের ধরতে ফ্লাইটের কার্গোর দায়িত্বে থাকা ব্যক্তিদের তালিকা খতিয়ে দেখা হবে।

আব্দুর রউফ বলেন, দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৪১৪৮ ফ্লাইটটি রোববার রাত সোয়া ৯টায় হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে অবতরণ করে। আমাদের কাছে তথ্য থাকায় ফ্লাইটের ভেতরে বিশেষ তল্লাশি করা হয়। 

তিনি বলেন, তল্লাশির সময় এয়ারক্রাফটের কার্গো হোলের মাঝখানের প্রবেশদ্বারের বামদিকে ফ্লোরে ছাই রংয়ের তিনটি কাপড়ের বেল্টের ভেতরে অভিনব উপায়ে লুকানো অবস্থায় কালো স্কচটেপে মোড়ানো প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেট খুলে ১০৪ পিস স্বর্ণবার পাওয়া যায়। যার মোট ওজন প্রায় ১২ কেজি। বাজার মূল্য প্রায় সাড়ে ৮ কোটি টাকা।

তিনি আরও বলেন, আমরা যখন স্বর্ণবার ঊদ্ধার করি তখন কাউকে পাওয়া যায়নি। কার্গো হোল এমন জায়গা যেখানে বিমানের ক্রু বা যাত্রীদের যাওয়ার সুযোগ নেই। শুধু দায়িত্বপ্রাপ্তরা সেখানে প্রবেশ করতে পারেন। কার্গোর দায়িত্বে যারা ছিলেন, তাদের তালিকা খতিয়ে দেখা হবে। আমরা ফৌজদারি মামলা করব। মামলা করলে পুলিশ তদন্ত করবে।

শুল্ক গোয়েন্দার ডিজি আরও বলেন, হয়তো এটি অন্য কারো উদ্দেশ্যে রাখা হয়েছিল। যিনি পরে ওই স্বর্ণবারগুলো নিয়ে যেতেন। আমরা বিষয়টি খতিয়ে দেখব।

সংস্থাটির সহকারী পরিচালক আবু হানিফ মোহাম্মদ আব্দুল আহাদের নেতৃত্বে রোববার রাতে বিমানের ওই ফ্লাইটে অভিযান চালানো হয়।

চলতি অর্থবছরে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর এখন পর্যন্ত প্রায় ৬৬৭ কেজি স্বর্ণ আটক করেছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪৭ কোটি টাকা।

আরএম/আরএইচ