‘চিরদিন কেউ শরণার্থীদের লালন-পালন করতে পারে না’
চিরদিন কেউ শরণার্থীদের লালন-পালন করতে পারে না বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
রোববার (২৪ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ৭৬তম জাতিসংঘ দিবস উপলক্ষে বাংলাদেশ পোয়েটস ক্লাব আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
বিজ্ঞাপন
আ ক ম মোজাম্মেল হক বলেন, আপনারা জানেন মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর কী পরিমাণ অত্যাচার হয়েছে। তারা দেশ থেকে বিতাড়িত হয়েছে জীবন বাঁচানোর জন্য। তাদের বাংলাদেশ আশ্রয় দিয়েছে। রোহিঙ্গাদের পূর্ণ নিরাপত্তা ও নাগরিক অধিকার দিয়ে ফেরত পাঠানোর জন্য জাতিসংঘকে উদ্যোগ নিতে হবে। শরণার্থীদের জীবনের মান একটু উন্নত করার জন্য ভাসানচরে ব্যবস্থা করা হয়েছে।
তিনি বলেন, প্রায় বাংলাদেশের সমপরিমাণ সমুদ্রসীমা মিয়ানমার ও ভারতের কাছ থেকে আমরা উদ্ধার করেছি। আর এটি সম্ভব হয়েছে জাতিসংঘের কারণে। জাতিসংঘ না থাকলে আমরা সমুদ্রসীমা কখনও উদ্ধার করতে পারতাম না।
তিনি বলেন, ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য সরকার কূটনৈতিকভাবে চেষ্টা করে যাচ্ছে। মাত্র ৯ মাসে ৩০ লাখ মানুষকে হত্যার মতো ঘটনা আর ঘটেনি। তাই ২৫ মার্চ বাংলাদেশে যে গণহত্যা হয়েছিল, তাকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য জাতিসংঘের প্রতি অনুরোধ রাখছি।
মন্ত্রী বলেন, বাংলা ভাষাকে জাতিসংঘের স্বীকৃত ভাষা হিসেবে মর্যাদা দেওয়ার জন্য আমাদের প্রধানমন্ত্রী কূটনৈতিকভাবে অনেক প্রচেষ্টা চালাচ্ছেন। আমরা আশাবাদী, বাংলা ভাষা অচিরেই জাতিসংঘের স্বীকৃতি লাভ করবে।
এমএইচএন/এসকেডি