হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেছেন, কুমিল্লার ঘটনায় ইকবাল হোসেন নামে একজনকে চিহ্নিত করা হয়েছে। গতকাল (বুধবার) টিভিতে দেখলাম তার নামের আগে একটা শব্দ জুড়ে দেওয়া হয়েছে। সেটি হলো- ‘ভবঘুরে’। 

তিনি বলেন, কখনো কখনো এমন যাদের ধরা হয়, কখনো বলে পাগল, না হলে বলে ভবঘুরে। এই ভবঘুরে কীভাকে পবিত্র কোরআন শরীফ চিনল?  

বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে রানা দাশগুপ্তের সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসায় যান শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এ সময় উভয়ে প্রায় দেড় ঘণ্টা একান্তে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রানা দাশগুপ্ত এসব কথা বলেন।

তিনি বলেন, নতুন কোরআন কোথা থেকে আনল, কে দিলো? আর হনুমানের গদাটা এমনভাবে সরালো যাতে হাতের কিছু না হয়। সেখানে আবার নতুন কোরআন দিয়ে দিলো। এটি কোনো ভবঘুরের কাজ হতে পারে না।

রানা দাশগুপ্ত বলেন, এটি একটি পূর্বপরিকল্পিত ঘটনা। চক্রান্তকারীরা পেছনে আছে। তাদেরকে বের করে আনার দায়িত্ব এখন রাষ্ট্র ও সরকারকেই নিতে হবে। সাম্প্রতিক সময়ের ঘটনায় প্রশাসনের গাফিলতি আছে। রাজনৈতিক দলের গাফিলতি আছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশে কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মীকে দেখা যায়নি। 

রানা দাশগুপ্ত বলেন, সাম্প্রতিক সময়ের ঘটনায় হিন্দু সম্প্রদায়ের সাথে সরকারের যে দূরত্ব তৈরি হয়েছে তা যদি অব্যাহত থাকে, তা করো জন্যই শুভ হবে না। দেশের জন্যই তো নয়ই। 

কেএম/এইচকে