প্রবারণা পূর্ণিমা উপলক্ষে আকাশে উড়ছে ফানুস

বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে চট্টগ্রামে পালিত হচ্ছে প্রবারণা পূর্ণিমা। বুধবার সকাল থেকেই উৎসবের আয়োজন শুরু হয়।

এ উপলক্ষে সন্ধ্যায় নগরের নন্দনকাননের বৌদ্ধ মন্দিরে ফানুস ওড়ানো হয়। ফানুস ওড়াতে চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা এসে জড়ো হন মন্দির প্রাঙ্গণে। ফানুসের আলোয় রাঙা হয়ে ওঠে সেখানকার আকাশ।

সকাল থেকে দিনভর পূজা, পঞ্চশীল, অষ্টশীল, ভিক্ষুসংঘের পিণ্ডদানসহ নানা ধর্মীয় অনুষ্ঠানে মুখর ছিল বৌদ্ধ চট্টগ্রামের মন্দিরগুলো। প্রবারণা পূর্ণিমা ঘিরে বৌদ্ধ মন্দিরের চারপাশে বসে বিভিন্ন সামগ্রীর মেলা। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন করতে প্রতিটি বৌদ্ধ বিহারে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা।
 
নগরের কাতালগঞ্জের নবপণ্ডিত বিহার, পাথরঘাটা জেতবন শান্তিকুঞ্জ বিহার, ইপিজেড সর্বজনীন বৌদ্ধবিহার ও মৈত্রী বনবিহার, চান্দগাঁও সার্বজনীন বৌদ্ধবিহার, মোগলটুলী শাক্যমুণি বৌদ্ধবিহার, বন্দর বৌদ্ধবিহারসহ প্রায় প্রতিটি বৌদ্ধ বিহারে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সকাল থেকেই নানা আয়োজন করা হয়।

বাংলাদেশ বৌদ্ধ সমিতি-মহিলার সাধারণ সম্পাদক অধ্যাপক ববি বড়ুয়া বলেন, শান্তিপূর্ণভাবে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে প্রবারণা পূর্ণিমা উদযাপন করছি। আমরা দীর্ঘদিন ধরে এ ধর্মীয় ও সামাজিক উৎসব পালন করে আসছি। তবে সন্ধ্যার পর হঠাৎ বৃষ্টিতে ফানুস ওড়ানো বন্ধ রয়েছে। 

কেএম/আরএইচ