‘ছুটি জটিলতায়’ সোহরাওয়ার্দীতে টিকা নিয়ে বিক্ষোভ
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে টিকা না পেয়ে বিক্ষোভ করেছেন প্রবাসীরা। তাদের দাবি, টিকা নেওয়ার জন্য এসএমএস দিয়ে এখন টিকা নিতে এলে তারা বলছে ছুটির দিন, টিকা দেওয়া হবে না।
বুধবার (২০ অক্টোবর) সকাল থেকে তারা টিকার দাবিতে আন্দোলন শুরু করেন প্রবাসীরা। এসময় তারা টিকা না নিয়ে ফিরবেন না বলেও স্লোগান দিতে থাকেন।
বিজ্ঞাপন
কিশোরগঞ্জ থেকে টিকা নিতে আসা মাহফুজুর রহমান নামে এক প্রবাসী জানান, আজ (বুধবার) যে টিকা দেওয়া হবে না তা হাসপাতাল কর্তৃপক্ষ থেকে জানানো হয়নি। দেশের বিভিন্ন জেলা থেকে টিকা নিতে আসা অন্যান্য প্রবাসীরা বলছেন, টিকা না নিয়ে তারা যাবেন না।
তারা বলেন, তাদের পাঠানো এসএমএসে দেওয়া তথ্যানুযায়ী বুধবার সকাল ১০টায় টিকা নিতে হাসপাতালে জড়ো হন তারা। এসে দেখেন ঈদে মিলাদুন্নবীর ছুটির কারণে টিকা দেওয়া হচ্ছে না।
এসব প্রসঙ্গে সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক ডা. মো. খলিলুর রহমান সাংবাদিকদের জানান, ঈদে মিলাদুন্নবীর ছুটি নিয়ে মূলত আজকের এ সমস্যাটা দেখা দিয়েছে। আজকের ছুটিটি ছিল মঙ্গলবার, কিন্তু সেটি পরিবর্তন হওয়ায় এসএমএস জটিলতা তৈরি হয়েছে। এখন তো আসলে টিকা দেওয়া সম্ভব নয়।
তিনি আরও বলেন, টিকাপ্রত্যাশীদের আমরা আগেই এসএমএস দিয়েছি। যে কারণেই আসলে ঝামেলাটা তৈরি হয়েছে। আমরা টিকাপ্রত্যাশীদের বুঝিয়েছি, আজ টিকা দেওয়া সম্ভব না, আগামীকাল অবশ্যই আপনারা পাবেন।
তবে টিকাপ্রত্যাশীরা বলছেন, মেসেজ পাওয়ার পর তারা টিকা নিতে এসেছেন, কিন্তু হাসপাতালের কর্তৃপক্ষ টিকা দিচ্ছে না। বুধবার ছুটি সেটাও হাসপাতাল থেকে জানানো হয়নি।
তাদের দাবি, অনেক টাকা খরচ করে টিকার জন্য তারা গ্রাম থেকে এসেছেন। এখন টিকা না নিয়ে ফিরে গেলে আবার বাড়তি খরচ করে টিকা নিতে আসতে হবে। সরকার এ বিষয়ে আগে থেকে ঘোষণা দিলে এ ভোগান্তি হতো না।
টিআই/এসএম