রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়াসহ অন্যান্য স্থানে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় তিন সদস্যের তথ্যানুসন্ধান কমিটি গঠন করেছে জাতীয় মানবাধিকার কমিশন।

সাত কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। 

আজ (মঙ্গলবার) সন্ধ্যায় জাতীয় মানবাধিকার কমিশন পরিচালক (প্রশাসন ও অর্থ) কাজী আরফান আশিক স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

তিন সদস্য বিশিষ্ট তথ্যানুসন্ধান কমিটির আহ্বায়ক হলেন জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক (অভিযোগ ও তদন্ত) মো. আশরাফুল আলম। সদস্য হচ্ছেন- রংপুর জেলা প্রশাসক কর্তৃক মনোনীত উপযুক্ত একজন প্রতিনিধি। মানবাধিকার কমিশনের পাঠানো বার্তায় তার নাম উল্লেখ করা হয়নি। সদস্য সচিব জাতীয় মানবাধিকার কমিশনের উপ-পরিচালক এম. রবিউল ইসলাম।

বার্তায় বলা হয়, রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়াসহ অন্যান্য কয়েকটি স্থানে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা জাতীয় মানবাধিকার কমিশনের দৃষ্টি আকৃষ্ট হয়। প্রকাশিত সংবাদ প্রতিবেদন মতে, রোববার রাত ১০টার দিকে রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়াসহ অন্যান্য কয়েকটি স্থানে বসতভিটায় অগ্নিসংযোগ ও লুটপাট করেছে দুর্বৃত্তরা।

বসতভিটায় অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা অত্যন্ত নিন্দনীয় যা মানবাধিকারের চরম লঙ্ঘন মর্মে প্রতীয়মান হয়। এ অবস্থায় তিন সদস্য বিশিষ্ট একটি তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। গঠিত তথ্যানুসন্ধান কমিটি আগামীকাল সরেজমিনে ঘটনার প্রকৃতচিত্র উদ্ঘাটন, মানবাধিকার লঙ্ঘন বিষয়ক তথ্যাদি সংগ্রহ ও বিশ্লেষণ, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে কোনো অবহেলা ছিল কি না, সেসব বিষয়ে তথ্যানুসন্ধান করবে।

জেইউ/এনএফ