মন্ত্রিসভার বৈঠকে আলোচনা : ই-কমার্স বন্ধ করা যাবে না
মন্ত্রিসভার বৈঠকে ই-কমার্স নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে ই-কমার্সের নিবন্ধনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে তিনি এবং সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে যোগ দেন।
বিজ্ঞাপন
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ‘ই-কমার্স নিয়ে বেশকিছু আলোচনা হয়েছে। সাম্প্রতিক সময়ে ই-কমার্সের যে বিষয়গুলো ঘটে গেছে, সে বিষয়ে মন্ত্রিপরিষদের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে মিটিং করে পাঁচ সদস্যের কমিটি করে দেওয়া হয়েছে। তারা এক মাস সময় নিয়েছে। অল্প দিনের মধ্যেই প্রতিবেদন দেবেন। আজ বাণিজ্যমন্ত্রী এবং সচিব বলেছেন, তারা অনেক অগ্রসর হয়েছেন।’
ই-কমার্স বন্ধ করা যাবে না উল্লেখ করে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘আমরা তাদের সবাইকে রেজিস্ট্রেশন ও মনিটরিংয়ের আওতায় আনার ব্যবস্থা করে ফেলেছি। এ বিষয়গুলো নিয়ে বেশকিছু দিন ধরে কাজ করছি। আশা করছি দেড় দুই মাসের মধ্যে ভালো একটা ডেভলপমেন্ট আসবে।’
ই-কমার্সে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এগুলো নিয়ে কমিটি করে দেওয়া হয়েছে। ইতোমধ্যে কমিটি দুইটি মিটিং করে ফেলেছে। প্রিসাইজলি একটি সিদ্ধান্ত আসবে।’
একই প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘ধরেন অফার দিলো ৫ লাখ টাকার জিনিস আড়াই লাখ টাকায় দেবে, আপনি টাকা দিলেন। সেখানে কী অ্যাকশনে যাবেন? সে যদি রিজস্টার্ড না হয়? সুতরাং পেমেন্ট গেটওয়েগুলো সুপারভিশন করার ম্যাকানিজম হচ্ছে, যাতে রেজিস্টার্ড গেটওয়েতে পেমেন্ট করা হয়।’
তিনি বলেন, ‘এ জাতীয় ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা জড়িত সবাইকে একটা রেজিস্ট্রেশন সিস্টেমের মধ্যে এনে মনিটরিং করতে হবে। সে প্রসিডিউরগুলোও মোটামুটি আলোচনা হয়েছে।’
তিনি জনগণকে সচেতন হওয়ার তাগিদ দেন।
এসএইচআর/এমএইচএস