ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ২১২ নম্বর ওয়ার্ডে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনরা। এ সময় চেতনানাশক ওষুধ মিশিয়ে তাদের খাবার খাইয়ে দেওয়া হয়। অজ্ঞান পার্টির স্বীকার হওয়া ব্যক্তিরা হলেন- মিতা (২৫), খুশি (২০) ও শাহিনুর (৪০)।

পরে সোমবার (১৮ অক্টোবর) দিবাগত রাত দেড়টার সময় জরুরি বিভাগে নিয়ে তাদের পাকস্থলী পরিষ্কার করা হয়।

ভুক্তভোগী খুশি ঢাকা পোস্টকে বলেন, রাতে এক নারী আমাদের সঙ্গে কথা বলা শুরু করে। তিনি জানান তার রোগীও ২১২ নম্বর ওয়ার্ডে ভর্তি। এক পর্যায়ে ওই নারী আমাদের জুস ও খাবার খেতে দেন। এরপর আর কিছু মনে নেই।

তিনি আরও বলেন, আমরা অজ্ঞান হওয়ার পর ওই নারী আমাদের সঙ্গে থাকা টাকা, কানের দুলসহ অন্যান্য সব জিনিসপত্র নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, ঢামেকে এমন ঘটনা প্রায়ই ঘটে। বেশির ভাগ রোগী ঢাকার বাহির থেকে এসে এখানে অপরিচিতদের মিশে যায়। কিন্তু তারা বুঝতে পারে না যেকোনো সময় তাদের অজ্ঞান করে সবকিছু নিয়ে যেতে পারে।

তিনি রোগীর স্বজনদের উদ্দেশে বলেন, অপরিচিত লোকের দেওয়া কিছু খাবেন না। সবাই সাবধানে থাকবেন। এদের যদি কেউ চিনে থাকেন, তাহলে ফাঁড়িতে এসে জানাবেন।

এসএএ/এমএইচএস