বাজারে ইলিশ নেই, তবু খোঁজেন ক্রেতারা
চলতি মাসের শুরুর দিক থেকে ২২ দিনের জন্য ইলিশ আহরণ, বিক্রি ও মজুত নিষিদ্ধ রয়েছে। আগামী ২৬ অক্টোবর থেকে আবার বাজারে মিলবে ইলিশ। তবে নিষেধাজ্ঞার সময় ভুলে যাওয়া অনেক ক্রেতাই বাজারে গিয়ে খোঁজেন ইলিশ মাছ। জানতে চান কবে পাওয়া যাবে ইলিশ?
মাছ বিক্রেতারা বলছেন, প্রতিদিনই অনেক ক্রেতা এসে ইলিশ খোঁজেন। অথচ বাজারে ইলিশের ছিটেফোঁটাও নেই। তবু ক্রেতাদের ইলিশ খোঁজা ও মাছ নেই কেন- এসবের জবাব দিতে দিতে বিরক্ত বিক্রেতারা।
বিজ্ঞাপন
সোমবার (১৮ অক্টোবর) রাজধানীর কাওরান বাজার ও কাঁঠাল বাগান বাজারের মাছ বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।
কাওরান বাজারের মাছ বিক্রেতা আসলাম বলেন, ‘সরকার এ মাসটা ইলিশ মাছ ধরা, বিক্রি করা বন্ধ রাখছে। যেদিন থেকে বন্ধ প্রতিদিনই কেউ না কেউ এসে জানতে চান ইলিশ নাই? সরকার মাছ ধরা বন্ধ রাখছে, এটা বলা পর জানতে চায়- কেন? ওইটার কারণও বলতে হয়। প্রতিদিন বলতে বলতে বিরক্ত হয়ে যাচ্ছি।’
কাঁঠাল বাগান বাজারের মাছ বিক্রেতা মাছুম মিয়া জানান, তার পরিচিত অনেক ক্রেতা বাজারে এসে ইলিশ খোঁজেন। তিনি বলেন, ‘আমার প্রশ্ন হচ্ছে, এখন তো সব খবর ফেসবুকসহ নানা জায়গায় পাওয়া যায়। এরপরও তারা জানতে চান, ইলিশ নাই কেন? তারা কি এসব খবর দেখেন না।’
আরেক ব্যবসায়ী বলেন, ‘অনেক ক্রেতা এসে বলেন ভেতরে থাকলে কিছু দেন, দাম বাড়াইয়া দিমু। বলেন, আমি কোথায় পাব ইলিশ? আপনি ঢাকা শহরে কোনো বাজারে ইলিশ খুঁজে পাবেন না।’
মাছ বিক্রেতারা জানান, আরও আট দিনের মতো ইলিশ মাছ ধরা, বিক্রি ও মজুত নিষিদ্ধ থাকলেও আগামী সপ্তাহ থেকে অল্প সংখ্যক ইলিশ মিলতে শুরু করবে। তবে ব্যাপকভাবে ইলিশ পেতে অপেক্ষা করতে হবে ২৬ অক্টোবর পর্যন্ত।
গত ৪ অক্টোবর মধ্যরাত থেকে থেকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ ধরা, বিক্রি ও মজুত নিষিদ্ধ করেছে সরকার। তার আগের দিন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় জানানো হয়েছিল, মা ইলিশ রক্ষায় দেশের ৩৮টি জেলায় বিশেষ অভিযান পরিচালনা করবে সরকার। জেলা ও উপজেলা প্রশাসন, স্থানীয় মৎস্য দফতর, বাংলাদেশ পুলিশ, র্যাব, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সমন্বিতভাবে এ অভিযান পরিচালনা করবে।
এনআই/এসএসএইচ