শেখ মুজিব রাজনীতির বিশ্বকবি
‘শেখ মুজিবুর রহমান রাজনীতির বিশ্বকবি’ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া।
রোববার (১৮ অক্টোবর) তার সংসদ ভবনের বাসভবনে লেখক ড. মো. সুলতান আলী কর্তৃক রচিত ‘রবীন্দ্র প্রত্যাশার বাস্তব রূপকার শেখ মুজিব’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচনকালে তিনি এ মন্তব্য করেন।
বিজ্ঞাপন
মো. ফজলে রাব্বী মিয়া বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কোনোদিন দেখা হয়নি রাজনীতির বিশ্বকবি শেখ মুজিবুর রহমানের। দুজন ছিলেন দুই প্রজন্মের। কিন্তু তাদের চিন্তাধারা মিলিত হয়েছে এক বিন্দুতে। রবীন্দ্রনাথ যা চিন্তা করেছেন জাতির পিতা তা রাজনীতির মাধ্যমে বাস্তবায়ন ঘটিয়েছেন।
তিনি বলেন, লেখক ড. মো. সুলতান আলী দুই জগতের দুই দিকপালের সাদৃশ্য খুঁজে পেতে দীর্ঘ সময় বাংলাদেশ জাতীয় সংসদের লাইব্রেরিতে গবেষণা করেছেন। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে বঙ্গবন্ধুর মিল কোথায় সেটাই তিনি বইয়ের মাধ্যমে প্রকাশ করেছেন। এ জন্যই তিনি বইটির নাম দিয়েছেন ‘রবীন্দ্র প্রত্যাশার বাস্তব রূপকার শেখ মুজিব’।
ডেপুটি স্পিকার বলেন, লেখকের সাথে আমার বারবার কথা হয়েছে। তিনি যেন তার লেখনীর মাধ্যমে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিকে সুচারুরূপে জাতির সামনে তুলে ধরতে পারেন এ বিষয়ে আমরা আলোচনা করেছি। এছাড়া লেখকের অনুরোধে বইটি আমরা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছানোর ব্যবস্থা করব। যাতে আমাদের বর্তমান উন্নয়নের কবি, শেখ হাসিনা আরো ভালোভাবে বুঝতে পারেন তার পিতা বাঙালি জাতির জন্য কী ছিলেন।
উক্ত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে প্রধানমন্ত্রী, ডেপুটি স্পিকারসহ দুই প্রজন্মের শত লেখকের লেখা নিয়ে নাজমুল হুদার সম্পাদনায় ‘আমার বঙ্গবন্ধু প্রেম ও প্রেরণায়’ বইটি মো. ফজলে রাব্বী মিয়াকে উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে লেখক ড. মো. সুলতান আলীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্তকর্তাগণ উপস্থিত ছিলেন।
এইউএ/এইচকে