বিদেশি চ্যানেল বন্ধ, ২০০ টাকা পর্যন্ত ফেরত দিচ্ছে আকাশ
বিজ্ঞাপনমুক্ত (ক্লিনফিড) বিদেশি চ্যানেল সম্প্রচার বন্ধ করে দেওয়ায় গ্রাহকদের ২০০ টাকা পর্যন্ত ফেরত দিচ্ছে ডিটিএইচ (ডিরেক্ট টু হোম) সেবাদানকারী প্রতিষ্ঠান ‘আকাশ’। সরকারি নির্দেশনা মেনে গত ১ অক্টোবর থেকে বেশ কিছু বিজ্ঞাপনসহ বিদেশি চ্যানেলের সম্প্রচার আকাশে বন্ধ রয়েছে।
এর ফলে গ্রাহকদের কথা বিবেচনায় নিয়ে আকাশ প্যাকেজ ভেদে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে। বেক্সিমকো কমিউনিকেশন্সের হেড অব মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি জানিয়েছেন, আকাশের গ্রাহকেরা প্যাকেজের মূল্যের সমপরিমাণ বা ঊর্ধ্বে রিচার্জ করলে সর্বোচ্চ ২০০ টাকা ক্যাশব্যাক পাবেন। ১ অক্টোবর থেকে সরকারি নির্দেশনা মেনে দেশে ক্লিনফিডের বা বিজ্ঞাপনহীন বিদেশি চ্যানেল সম্প্রচারের বিঘ্ন ঘটায় এ সিদ্ধান্ত গ্রহণ করেছে বেক্সিমকো কমিউনিকেশন্সের ব্র্যান্ড আকাশ। আকাশ স্ট্যান্ডার্ড, লাইট প্লাস এবং লাইট প্যাকেজগুলোর আওতায় ইতোমধ্যে যারা সেপ্টেম্বরের পরবর্তী বিল পরিশোধ করেছেন এবং অ্যাকাউন্ট একটিভ রয়েছে তাদেরকে ক্যাশব্যাক দেওয়া হবে।
মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী বলেন, ক্লিনফিড বা বিজ্ঞাপনবিহীন বিদেশি চ্যানেল সম্প্রচারের জন্য সরকারের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গ্রাহকরা দেশি ৩৪টি চ্যানেলের পাশাপাশি বিবিসি, সিএনএন, আল-জাজিরা, এনএইচকে, ফ্রান্স টুয়েন্টিফোরসহ প্রায় ২০টি বিদেশি চ্যানেল উপভোগ করতে পারছেন। চ্যানেল সংখ্যা বৃদ্ধির জন্য আকাশ নিরলস কাজ করছে। প্রতিদিনই চ্যানেল সংখ্যা বৃদ্ধির চেষ্টা অব্যাহত রয়েছে।
তিনি বলেন, দেশে বিজ্ঞাপনমুক্ত বিদেশি চ্যানেলের সম্প্রচার বাস্তবায়নে সরকারের উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি। এর ফলে সরকারের বার্ষিক রাজস্ব আয় বাড়বে। দেশের একমাত্র বৈধ ডিটিএইচ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান আকাশ যাত্রা শুরুর পর থেকেই গ্রাহকদের স্বার্থ রক্ষা সর্বোচ্চ অগ্রাধিকার পেয়ে আসছে।
প্রসঙ্গত, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ থেকে ফিড নিয়ে ২০১৯ সালের মে মাসে সেবা দেওয়া শুরু করে আকাশ। আকাশ বেসিক ও রেগুলার সংযোগের এককালীন মূল্য যথাক্রমে ৩ হাজার ৯৯৯ টাকা ও ৪ হাজার ৪৯৯ টাকা। দেশের ৬৪টি জেলায় ৮ হাজারের বেশি অনুমোদিত খুচরা বিক্রয়কেন্দ্রে আকাশ সংযোগ পাওয়া যাচ্ছে।
একে/জেডএস