প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেল চারটার পর থেকে রাজধানীসহ সারাদেশের মণ্ডপগুলো থেকে বিসর্জনের উদ্দেশ্যে প্রতিমা বের করে নিকটবর্তী নদী বা অন্যান্য জলাশয়ে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। 

করোনার কারণে এবারো হয়নি বিজয়া দশমীর শোভাযাত্রা। উৎসব ঘিরে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল সতর্ক। প্রতিমা বিসর্জনের ঘাটগুলোতে উপস্থিত ছিল ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

চণ্ডীপাঠ, বোধন ও অধিবাসের মধ্য দিয়ে গত ১১ অক্টোবর থেকে দেশে শারদীয় দুর্গা উৎসব শুরু হয়। পরবর্তী চার দিন রাজধানীসহ সারাদেশের মণ্ডপগুলোতে পূজা-অর্চনায় ভক্তরা দেবী দুর্গার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। 
বৃহস্পতিবার প্রতিটি মণ্ডপ ও মন্দিরে ঢাক-ঢোল, কাঁসর-ঘণ্টা, ধূপ আরতি ও দেবী দুর্গার পূজা-অর্চনায় কেবলই ছিল বিদায়ের সুর। দিনব্যাপী পূজামণ্ডপগুলোয় সারাবিশ্বের কল্যাণ ও করোনামুক্ত বিশ্ব কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

শুক্রবার বিকেল চারটার পর রাজধানীর সদরঘাটের ওয়াইজঘাটে দেবী দুর্গার বিসর্জন শুরু হয়। মঙ্গলধ্বনি, উলুধ্বনি, শাঁখ আর ঢাকের ধ্বনিতে দেবী প্রতিমা বিসর্জন দেওয়া হয় বুড়িগঙ্গায়। রাজধানীর অন্যান্য পূজামণ্ডপ থেকে প্রতিমা নিয়ে এসে এ ঘাটে বিসর্জন দেওয়া হয়।  

এমএইচএন/আরএইচ