আজ শুক্রবার (১৫ অক্টোবর) বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস। সারা বিশ্বের মতো বাংলাদেশেও উদযাপিত হবে দিবসটি। 

এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ডিজিটাল সাদাছড়ি, নিরাপদে পথচলি।’

করোনা মহামারির বর্তমান পরিস্থিতি বিবেচনায় এ বছর দিবসটি অনাড়ম্বরভাবে পালিত হবে বলে জানিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দিবসটি উপলক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে সামাজিক দূরত্ব বজায় রেখে র‍্যালি, আলোচনাসভা এবং দৃষ্টি প্রতিবন্ধী মেধাবী ছাত্র-ছাত্রীদের সম্মাননা, অনুদান ও স্মার্ট হোয়াইট ক্যান বিতরণ করা হবে।

এছাড়া সামাজিক দূরত্ব বজায় রেখে দেশের ৬৪ জেলায় আলোচনাসভা ও স্মার্ট হোয়াইট ক্যান বিতরণ করা হবে।

পিএসডি/এসএইচআর/এইচকে