নারায়ণগঞ্জের চাষাড়ায় ফুটপাতে দোকান বসানো নিয়ে বাগবিতণ্ডার জেরে মো. জুবায়ের হোসেন (২৩) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকেলে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় জুবায়েরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আহত জুবায়েরকে উদ্ধার করা দোকানি মো. ইমন ঢাকা পোস্টকে বলেন, ফুটপাতে তার জুতার দোকান ছিল। বাইরে থেকে এসে দেখি ফুটপাতের লেডিস ব্যাগ বিক্রেতা স্বপনের সঙ্গে তার বাগবিতণ্ডা হচ্ছে। তখন স্বপনের সঙ্গে আরও চার থেকে পাঁচজন ছিলেন। এক পর্যায়ে জুবায়েরের বুকে ছুরি ঢুকিয়ে দিয়ে তারা পালিয়ে যান। 

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, নারায়ণগঞ্জের চাষাড়া থেকে এক যুবককে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

তাকে উদ্ধার করে নিয়ে আসা ইমন জানান, ফুটপাতে দোকান বসানো নিয়ে ঝগড়ার এক পর্যায়ে ছুরিকাঘাতে তিনি মারা গেছেন। 
 
এসএএ/আরএইচ