লাইসেন্স ছাড়া পণ্য বিক্রির দায়ে অর্ধলাখ টাকা জরিমানা
বিএসটিআই’র সিএম লাইসেন্স না নিয়ে কাপড় বিক্রি, বাজারজাত ও সরবরাহ করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। দণ্ড পাওয়া প্রতিষ্ঠান দুটি হলো- ব্র্যান্ড বেল ও মেন্স ওয়ার্ল্ড।
মঙ্গলবার (১২ অক্টোবর) রাজধানীর মিরপুর সেকশন-৬ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
বিজ্ঞাপন
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা। এ সময় প্রসিকিউটিং অফিসার হিসেবে অংশগ্রহণ করেন পরীক্ষক (টেক্সটাইল) মো. শরীফুল ইসলাম। অভিযানে সার্বিক সহযোগিতা করেন ডিএমপির মিরপুর থানার পুলিশ সদস্যরা।
বিএসটিআই জানায়, মিরপুর সেকশন-৬ এ ব্রান্ড প্রতিষ্ঠান বেল ও মেন্স ওয়ার্ল্ড (বাংলাদেশ) লিমিটেডে অভিযান করা হয়। এসময় বিএসটিআই আইন-২০১৮ অনুসারে বাধ্যতামূলক কাপড়ের রং এর স্থায়িত্ব পণ্যের অনুকূলে গুণগত মান সনদ (সিএম লাইসেন্স) ছাড়া
পণ্য তৈরি, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধ প্রমাণিত হয়। এ অপরাধে প্রতিষ্ঠান দুটিকে ২৫ হাজার টাকা করে মোট ৫০ টাকা জরিমানা করা হয়।
সিএম লাইসেন্স
সিএম-এর অর্থ সার্টিফিকেশন মার্কস। ২০১৮ সালের বিএসটিআইয়ের আইন অনুযায়ী, বাধ্যতামূলক পণ্য অথবা স্বেচ্ছাপ্রণোদিত পণ্য উভয় ক্ষেত্রে একজন উৎপাদনকারী, মোড়কজাতকারী অথবা আমদানিকারককে পণ্য বাজারজাত করার উদ্দেশ্যে তাদের পণ্যের অনুকূলে বিএসটিআই সার্টিফিকেশন মার্কস (সিএম) লাইসেন্স গ্রহণ করতে হয়।
আইনের ১৫ ধারায় বলা হয়েছে, ‘মার্ক’ অর্থ কোনো ডিভাইস, ব্রান্ড, শিরোনাম, লেবেল, টিকেট, নাম, স্বাক্ষর, শব্দ, অক্ষর, প্রতীক, সংখ্যা, সংখ্যাযুক্ত উপাদান বা রঙের সমন্বয় এবং এদের যেকোনো সমন্বয়ও এর অন্তর্ভুক্ত হবে।
কোনো ব্যক্তি যদি ধারা ১৫, ১৮ বা ১৯ এর কোনো বিধান লঙ্ঘন করেন, তাহলে তার এ কাজ হবে একটি অপরাধ। এজন্য তিনি অনধিক ২ বছর কারাদণ্ড, অথবা অনধিক এক লাখ টাকা অর্থদণ্ড (তবে পঁচিশ হাজার টাকার নিচে নয়) বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।
এসআই/এইচকে