ল্যান্ড ক্রুজার, মার্সিডিজসহ নিলামে উঠছে ১২৪ লট পণ্য
চলতি বছরে আবারও বড় লটের নিলামের আয়োজন করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। রোববার (১৭ অক্টোবর) চট্টগ্রাম ও ঢাকায় একযোগে ১২৪ লট পণ্যের নিলাম অনুষ্ঠিত হবে।
টয়োটা ল্যান্ড ক্রুজার, মার্সিডিজ বেঞ্জ, ভক্সওয়াগনের মতো বিলাসবহুল গাড়ি, মাইক্রোবাস, পিকআপ, স্কুটার, কার, ক্রেন, টাগ বোর্ড, প্রাইম মুভার, ফোর স্ট্রোক সিএনজিসহ বিভিন্ন ব্র্যান্ডের জাপানি ও ভারতীয় গাড়ির নিলাম অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার আলী রেজা হায়দার ঢাকা পোস্টকে বলেন, আগামী ১৭ অক্টোবর চট্টগ্রাম ও ঢাকায় একযোগে ১২৪ লট পণ্যের নিলাম অনুষ্ঠিত হবে। আরও কিছু যুক্ত করার চেষ্টা করছি। রোববার থেকে নিলামের দরপত্র ও ক্যাটালগ বিক্রি শুরু হয়েছে। আগামী ১৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ২টার মধ্যে চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা (প্রশাসন) ও চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়, মোংলা কাস্টম হাউস, ঢাকা (দক্ষিণ) শুল্ক, আবগারি ও ভ্যাট কমিশনারেট কার্যালয়ে টেন্ডার বক্সে দরপত্র জমা দিতে হবে। সব নিয়ম মেনে বন্দরের জট এড়াতে এসব পণ্য নিলামে তোলা হচ্ছে।
নিলামের ক্যাটালগ থেকে জানা যায়, এবার নিলামের গাড়িগুলোর মধ্যে রয়েছে- ৬ কোটি ১৯ লাখ ৫ হাজার ৮৭২ টাকা মূল্যের সাদা রঙের টয়োটা ল্যান্ড ক্রুজার, ১ কোটি ২৪ লাখ ৬ হাজার ৫৬০ টাকার একটি থ্রি হুইলার গাড়ি, ১ কোটি ২ লাখ ৪৫ হাজার ২৭৮ টাকার একটি জার্মানির ভক্সওয়াগন কার, ৭১ লাখ ৪৯ হাজার ১১৯ টাকা মূল্যের কালো রঙের একটি মার্সিডিজ বেঞ্জ, ৫১ লাখ ৭৬ হাজার ৪১ টাকা মূল্যের ডিথ্রিএস মডেলের একটি ভারতীয় গাড়ি, ৩১ লাখ ২৫ হাজার ৪৩৫ টাকার সাদা রঙের জাপানি প্রাইম মুভার, ২৯ লাখ ৮২ হাজার ৯১৯ টাকা মূল্যের হলুদ রঙের প্রাইম মুভার, ২৩ লাখ ৭৮ হাজার ৭৬২ টাকা মূল্যের জাপানি টয়োটা মাইক্রোবাস, ২১ লাখ ৩৩ হাজার ৮৫৬ টাকা মূল্যের সাদা রঙের নিশান মাইক্রোবাস নিলামে তোলা হচ্ছে।
তাছাড়া নিলামে উঠছে ৭১ লাখ ৯৮ হাজার ৩০৪ টাকার নিশান এটলাস পিকআপ ভ্যান, ১৭ লাখ ৭০ হাজার ৬৩০ টাকার জাপানি প্রভোক্স গাড়ি, ১১ লাখ ২৬ হাজার ১১৫ টাকা মূল্যের টয়োটা কেএম-৭০ মডেলের জাপানি সাদা রঙের গাড়ি, ২০ লাখ ৩০ হাজার ৬৯ টাকা মূল্যের টয়োটা এনজেডই-১৪১ মডেলের সিলভার কালারের জাপানি গাড়ি, ২ লাখ ১৭ হাজার ৫ টাকা মূল্যের সাদা রঙের স্কুটার, ৭৯ লাখ ৮১ হাজার ৪৫৬ টাকার ক্রেন, ৬৩ লাখ ৩৪ হাজার ৪৮৯ টাকার হলুদ কালারের একটি জাপানি ক্রেন, ৩৪ লাখ ৪৮ হাজার ৭৭৭ টাকার হলুদ কালারের চায়নিজ ক্রেন, ১ কোটি ৭৩ লাখ ৮৫ হাজার ১২১ টাকার টাগ বোর্ড।
নিলামে উঠছে ভারতের পেগিও এপিই সিটি মডেলের ৪০টি সিএনজি গাড়ি। নিলামে গাড়ি ছাড়াও ১২৮ লটের মধ্যে অন্যান্য লটে আছে বিপুল পরিমাণে ফেব্রিক, টেক্সটাইল কেমিক্যাল, ড্রাগন ফল, জুস, কসমেটিকস, সালফিউরিক এসিড, ভিনেগার, হ্যান্ড স্যানিটাইজার, বাইসাইকেল পাটর্স, খেঁজুর, চশমার ফ্রেম, গাড়ির পার্টস, সাইকেলের পার্টস ও বিভিন্ন ধরনের জুতা।
সরকারি নিলাম পরিচালনাকারী প্রতিষ্ঠান মেসার্স কে এম করপোরেশন প্রতিবারের মতো এ নিলাম পরিচালনা করছে।
কেএম/এসএসএইচ