মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু শারদীয় দুর্গাপূজা
মহাষষ্ঠীর মধ্য দিয়ে দেশজুড়ে আজ শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। রোববার রাত ২টা ১৬ মিনিটে মহাষষ্ঠী তিথি শুরু হয়। শেষ হবে সোমবার (১১ অক্টোবর) রাত ১১টা ৫১ মিনিটে, আগামীকাল মহাসপ্তমী।
এ বছর সারা দেশে ৩২ হাজার ১১৮টি পূজামণ্ডপে দুর্গোৎসব উদযাপন করা হচ্ছে। ঢাকা মহানগরে পূজা হবে ২৩৮টি। করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে এবারও প্রত্যেকটি পূজামণ্ডপে মাস্ক পরে প্রবেশ বাধ্যতামূলক করা হয়েছে।
বিজ্ঞাপন
এদিকে গতকাল রোববার (১০ অক্টোবর) বিকেল থেকেই হিন্দুধর্মাবলম্বীরা ভিড় শুরু করেন মণ্ডপে মণ্ডপে। আজ সকাল থেকেই রাজধানীর প্রত্যেকটি মণ্ডপে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। দুপুরের দিকে অধিকাংশ মণ্ডপে ভিড় আরও বাড়তে থাকে।
উল্লেখ্য, আগামীকাল ১২ অক্টোবর সপ্তমী, ১৩ অক্টোবর অষ্টমী, ১৪ অক্টোবর নবমী এবং ১৫ অক্টোবর দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে বাঙালির এ শারদোৎসব।
অন্যদিকে রাজধানী ঢাকাসহ সারাদেশের প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা রক্ষায় পুলিশ, আনসার, র্যাব ও বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।
এছাড়া অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপনের জন্য হিন্দু সম্প্রদায়ের প্রতি অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, ২০১৯ সালে সারাদেশে ৩১ হাজার ৩৯৮টি ও ২০২০ সালে ৩০ হাজার ২১৩টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। আর চলতি বছর সারাদেশে ৩২ হাজার ১১৮টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপন করা হচ্ছে। গত বছরের চেয়ে এবার মণ্ডপের সংখ্যা বেড়েছে ১ হাজার ৯০৫টি।
এএসএস/এসকেডি