ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ভ্রাম্যমাণ আদালতের ১৪টি মামলায় ২ লাখ ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রোববার (১০ অক্টোবর) ডিএনসিসির বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে ডিএনসিসির ২ নম্বর অঞ্চলে এডিস মশার লার্ভা পাওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম সফিউল আজম পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে একটি মামলায় ১০ হাজার টাকা জরিমানা এবং ৩ নম্বর অঞ্চলে এডিস মশার লার্ভা পাওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী পরিচালিত মোবাইল কোর্টে ৫টি মামলায় ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এছাড়া ৪ নম্বর অঞ্চলে এডিস মশার লার্ভা পাওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবেদ আলী পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের ৩টি মামলায় ৫৮ হাজার টাকা জরিমানা, ৬ নম্বর অঞ্চলে এডিস মশার লার্ভা পাওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরীন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২টি মামলায় ৩০ হাজার টাকা জরিমানা এবং রাস্তা ও ফুটপাত দখল করে মালামাল রাখায় ২টি মামলায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। 

অন্যদিকে, ৯ নম্বর অঞ্চলে এডিস মশার লার্ভা পাওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান পরিচালিত মোবাইল কোর্টে ১টি মামলায় ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এভাবে মোট ১৪টি মামলায় আদায়কৃত জরিমানার সর্বমোট পরিমাণ ২ লাখ ১৫ হাজার টাকা।

এএসএস/এইচকে