স্টেডিয়ামের দেয়াল নির্মাণ-মাটি ভরাটে অর্থ আত্মসাৎ, দুদকের অভিযান
সাভারের শেখ রাসেল মিনি স্টেডিয়ামের চারপাশে দেয়াল নির্মাণ ও মাটি ভরাট প্রকল্পের সরকারি অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ একটি সিন্ডিকেটের বিরুদ্ধে দুর্নীতির এমন অভিযোগ।
রোববার (১০ অক্টোবর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এর সহকারী পরিচালক মো. হুমায়ুন কবীর ও মো. আতিকুল আলমের নেতৃত্বে একটি এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে।
বিজ্ঞাপন
অভিযানের বিষয়টি নিশ্চিত করে দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ শফিউল্লাহ ঢাকা পোস্টকে বলেন, শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠের চারপাশে দেয়াল নির্মাণ ও মাটি ভরাট প্রকল্পের সরকারি অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা হয়।
তিনি বলেন, দুদক টিম সরেজমিনে উক্ত স্থান পরিদর্শন করে এবং অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য রেকর্ড করেছে। দেয়াল ও মাটি ভরাটে পরিমাপের প্রয়োজন বিধায় এ ব্যাপারে প্রাপ্ত তথ্য প্রমাণ ও বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে কার্যকরী ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ কমিশন বরাবর চূড়ান্ত প্রতিবেদন দাখিল করবে।
অন্যদিকে, চট্টগ্রামের পাঁচলাইশ আঞ্চলিক পাসপোর্ট অফিসে গ্রাহকের পাসপোর্ট সেবা প্রদানে ঘুষ দাবির অভিযোগের ভিত্তিতে সহকারী পরিচালক মোহাম্মদ আবু সাঈদের নেতৃত্বে অপর একটি অভিযান পরিচালনা করেছে দুদক এনফোর্সমেন্ট টিম। দুদক টিম গোপনে এ অভিযান পরিচালনা করে এবং দালালদের দৌরাত্ম্য প্রাথমিক প্রমাণ পায়। পাসপোর্ট অফিসে কর্মরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যের সাথে দালালদের যোগসাজশ রয়েছে বলে টিম জানতে পেরেছে।
এছাড়া যশোর শিক্ষা বোর্ডের আয়-ব্যয়ের ব্যাংক একাউন্ট হতে ভ্যাট ও আয়করের অর্থ জাল-জালিয়াতির মাধ্যমে উত্তোলন করে আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে আরো একটি অভিযান পরিচালনা করে দুদকের যশোর অফিস।
আরএম/এইচকে