প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবেন দেশের উন্নয়ন তত বাড়বে। 

শনিবার (১০ অক্টোবর) ঢাকার নবাবগঞ্জের মাঝিরকান্দা এলাকায় হাইটেক পার্ক ও শেখ কামাল ইনস্টিটিউট নির্মাণের নির্ধারিত স্থান পরিদর্শন শেষে স্থানীয় (দোহার ও নবাবগঞ্জে) আইসিটি উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন।

অনুষ্ঠানে সালমান এফ রহমানের সঙ্গে হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সভা শেষে ইনফো-সরকার (৩য় পর্যায়) প্রকল্পের নবাবগঞ্জ ও দোহার উপজেলার মোট ২২টি ইউনিয়নের কানেক্টিভিটি উদ্বোধন করা হয়। 

এছাড়া দুই উপজেলার আরও বেশ কয়েকটি উন্নয়ন কাজের উদ্বোধন করেন সালমান এফ রহমান।  এসময় তিনি দোহার-নবাবগঞ্জকে দেশের সেরা দুই উপজেলা হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন।

অনুষ্ঠানে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ১২ বছর আগের বাংলাদেশ আর বর্তমান বাংলাদেশ এক নয়। বাংলাদেশ এখন বদলে যাওয়া দেশ। ২০০৮ সালে আওয়ামী লীগ যখন নির্বাচনী ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণা দেন তখন বিএনপিসহ বেশ কয়েকটি দল হেঁসেছিল। লোডশেডিংয়ের যন্ত্রণায় অতিষ্ট ছিল দেশের মানুষ। আজ বাংলাদেশ বিদ্যুতে স্বয়ং সম্পূর্ণ। দেশের ১৭ কোটি মানুষের অধিকাংশ আধুনিক মোবাইল ব্যবহার করে। যাদের অধিকাংশই একটি তো বটেই অনেকের দুটি কওে মোবাইল ব্যবহার করেন। এক সময় একটি মোবাইল ২০/৩০ হাজার টাকার্য় কিনতে হত। ইনকামিং আউটগোয়িং কলে টাকা কাটা হত।  বর্তমান বাংলাদেশের কথা স্বপ্নেও কেউ ভাবেনি। বাংলাদেশ এখন আইটি পার্ক/হাইটেক পার্ক নির্মাণ করছে।

তিনি বলেন, বাংলাদেশ আজ ঈর্শনীয়। এ দেশ উন্নয়েনের, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বদলে যাওয়া ডিজিটাল বাংলাদেশ। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব বিকর্ণ কুমার ঘোষ, ঢাকা জেলা প্রশাসক শহিদুল ইসলাম।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন ঝিলু, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএফএম ফিরোজ মাহমুদ, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সালাউদ্দিন মঞ্জসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এসএম