রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে মদিনা মসজিদ এলাকায় ওয়ার্কশপে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাশেম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

শনিবার (৯ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাশেমের ভাতিজা সানাউল্লাহ ঢাকা পোস্টকে বলেন, তার বড় ভাই কালুর ওয়ার্কশপে কাজ করতেন কাশেম। রাত সাড়ে ১১টায় বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর আমরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। সেখানে চিকিৎসক জানান তিনি আর বেঁচে নেই। 

সানাউল্লাহ আরও জানান তার চাচা ওই ওয়ার্কশপেই থাকতেন। তাদের বাড়ি চাঁদপুর জেলার কচুয়া থানার শরীয়তপুর গ্রামে। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল্লাহ খান বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা তেজগাঁও শিল্পাঞ্চল থানাকে বিষয়টি জানিয়েছি।

এসএএ/এনএফ