রাজধানীর বাড্ডা থানা এলাকা থেকে ২০ কেজি গাঁজা ও ৯০০ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বাড্ডা থানা পুলিশ। শুক্রবার (৮ অক্টোবর) রাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন : মো. জামাল হোসেন ও মো. নাহিদুল ইসলাম।

শনিবার (৯ অক্টোবর) বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে পশ্চিম মেরুল বাড্ডা প্রধান সড়কের একটি দোকানের সামনে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই মাদক ব্যবসায়ী পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে  জামাল ও নাহিদুলকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা, ৯০০ পিস ইয়াবা ও একটি রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতার মাদক ব্যবসায়ীরা জানান, তারা কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা ও ইয়াবা সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। এ ঘটনায় বাড্ডা থানায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে তাদের। 

এমএসি/এসকেডি