ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইগামী এক যাত্রীর কাছ থেকে অবৈধভাবে বহন করা ৬৫ হাজার সৌদি রিয়াল উদ্ধার করেছে বিমানবন্দর এভিয়েশন সিকিউরিটি (এভসেক)।

সাধারণত বিমানবন্দরে বৈদেশিক মুদ্রা বহন করলে সেগুলোর ঘোষণা দিতে হয়। তবে ওই যাত্রী মুদ্রার ঘোষণা দেননি।

শুক্রবার (৮ অক্টোবর) রাতে বিমানবন্দরের সি নম্বর সারির চেকিং পয়েন্ট থেকে তাকে আটক করা হয়। আটক যাত্রীর নাম পলাশ, তার বাড়ি নেত্রকোনা। শুক্রবার রাতের ফ্লাইটে তিনি দুবাই যাচ্ছিলেন।

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল হাসান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্ক্যানিংয়ের সময় তার কাছে ৬৫ হাজার রিয়াল (বাংলাদেশি টাকায় প্রায় ১৫ লাখ) পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে ঢাকা কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে কাস্টমস আইনি ব্যবস্থা নেবে।

এআর/এমএইচএস