পিকআপের এসি থেকে বেরিয়ে এল ১০ কোটি টাকার আইস
চট্টগ্রামের সাতকানিয়া থানার কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের কেওচিয়া এলাকায় শুক্রবার ভোরে অভিযান চালিয়ে একটি পিকআপ থেকে দুই কেজি আইসসহ (ক্রিস্টাল মেথ) দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতাররা হলেন, চালক ফয়সাল আহমদ ওরফে ফজল (২৯) ও কুতুপালং ক্যাম্পের রোহিঙ্গা নাগরিক জাহেদ আলম (২০)। উদ্ধার করা আইসের আনুমানিক মূল্য ১০ কোটি টাকা।
ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) জাকারিয়া রহমান জিকু।
বিজ্ঞাপন
পুলিশ কর্মকর্তা জাকারিয়া রহমান জিকু বলেন, গোপন সূত্রে সংবাদ পেয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অবস্থান নেয় সাতকানিয়া থানা পুলিশ। বিভিন্ন গাড়ি তল্লাশির একপর্যায়ে একটি পিকআপকে থামার সংকেত দেওয়া হয়। এরপর পিকআপটি তল্লাশি করে দেখা যায়, এসি প্যানেলের ভেতরে আইস রয়েছে। চালক ও হেলপারকে গ্রেফতার করা হয়েছে। তারা ফার্নিচারের আড়ালে মাদক বহন করছিল।
তিনি আরও বলেন, এই ঘটনায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ মাদক তারা কোথা থেকে সংগ্রহ করেছেন, কোথায় সরবরাহ করতেন, তা জানার চেষ্টা করা হচ্ছে। পিকআপটি জব্দ করা হয়েছে।
কেএম/আরএইচ