রাজধানীর চকবাজার থানার পূর্ব ইসলামপুরে ঠেলাগাড়ির নিচে চাপা পড়ে সাইফুল ইসলাম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ অক্টোবর) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় শিশু সাইফুলকে উদ্ধার করে প্রথমে মিডফোর্ট হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক বেলা ৩টায় মৃত ঘোষণা করেন। 

নিহতের বাবা শিপন ঢাকা পোস্টকে বলেন, আজ দুপুরে আত্মীয়ের বাড়িতে আমাদের একটি দাওয়াত ছিল। সেখানে যাওয়ার কথা ছিল আমাদের। কিন্তু আর দাওয়াত খাওয়া হলো না আমার ছেলের। বাসার সামনে খেলার সময় বালিভর্তি ঠেলাগাড়ির নিচে চাপা পড়ে আমার ছেলে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে মিডফোর্ট হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আমার ছেলেকে মৃত ঘোষণা করেন। 

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, শিশুটির মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা চকবাজার থানাকে বিষয়টি জানিয়েছি। 

এসএএ/এসকেডি