গ্যাসের স্বল্প চাপ সমস্যা সমাধানে মাঠে নামছে তিতাস
ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গ্যাসের স্বল্প চাপ সমস্যা নিরসনে কাজ করবে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়, ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গ্যাসের স্বল্প চাপ সমস্যার সমাধানের লক্ষ্যে বিভিন্ন ব্যাসের পাইপ লাইন প্রতিস্থাপন ও সংশ্লিষ্ট সার্ভিস লাইন নির্মাণ করা হবে।
বিজ্ঞাপন
এ পর্বে যেসব এলাকায় কাজ করা হবে সেগুলো হলো : বসুন্ধরা আবাসিক এলাকা ব্লক সি, রোড ২/বি, ফ্রি স্কুল স্ট্রিট কলাবাগান এলাকা, গ্রিনরোড স্টাফ কোয়াটার উত্তর পাশের গলি, গুলশান মহাখালী লিংক রোডের কড়াইল বস্তি এলাকা, মনিপুরী পাড়া, ফার্মগেটের সামনের গলি, মাতুয়াইল পশ্চিমপাড়া বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সড়ক সংলগ্ন এলাকা, ইসলামাবাদ পূর্ব জুরাইন এলাকা, উত্তর মুগদা এলাকা এবং পশ্চিম নাখালপাড়া।
এক চিঠিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী রাজীব কুমার সাহা বলেন, নিজস্ব অর্থায়নে এ কাজ করা হবে। কার্যসম্পাদনের সময়সীমা ১৮০ দিন নির্ধারণ করা হয়েছে। দরপত্রে অংশ নিতে জামানত দিতে হবে ১ লাখ ১০ হাজার টাকা। কাজে অংশ নিতে হলে আগামী ২৬ অক্টোবরের মধ্যে দরপত্র জমা দিতে হবে, সেই সঙ্গে দরপত্রের দলিলের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা।
এএসএস/এসকেডি