চট্টগ্রাম নগরীর অলংকার এলাকায় পরিবহনে চাঁদাবাজির সময় ৫ জন চাঁদাবাজকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান 
(র‍্যাব)। 

বুধবার (৬ অক্টোবর) দিনগত রাত সাড়ে বারটার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

আটকরা হলেন- মো. আজাদ (৩৪), মো. অহিদ (৩৮), মো. আরিফ হোসেন (৩০), নারায়ন দে (৫১) ও মো. সিদ্দিক হোসেন (৪৫)। 
 
র‌্যাব কর্মকর্তা মো. নুরুল আবছার বলেন, গোপন সংবাদে জানতে পারি, চট্টগ্রাম নগরীর পাহাড়তলীর অলংকার এলাকায় কতিপয় চিহ্নিত চাঁদাবাজ জোরপূর্বক ভয়-ভীতি প্রদর্শন করে বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায় করছে। এরপর রাত সাড়ে বারটার দিকে অভিযান পরিচলনা করা হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে চাঁদাবাজরা দৌড়ে পালানোর চেষ্টার সময় ধাওয়া করে ৫ জনকে আটক করা হয়েছে। এসময় আসামিদের দেহ তল্লাশি করে চাঁদা আদায়ের নগদ ২১ হাজার ৮২০ টাকা জব্দ করা হয়েছে। 

তিনি আরও বলেন, আটকরা দীর্ঘদিন ধরে কাভার্ডভ্যান, মালবাহী ট্রাকসহ অন্যান্য পরিবহনের ড্রাইভারদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল। তাদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে।

কেএম/জেডএস