যৌতুকের দাবিতে গরম তেল ঢেলে গৃহবধূকে হত্যার অভিযোগ
ঢাকার আশুলিয়া থানা এলাকায় যৌতুকের টাকা না দেওয়ায় স্বর্ণা খাতুন নামে এক গৃহবধূকে গরম তেল ও পানি ঢেলে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর থেকে স্বামী সেজনু (৩২) পলাতক রয়েছেন।
বুধবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বেলা ৩ টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়।
বিজ্ঞাপন
নিহতের চাচাতো ভাই রাসেল ঢাকা পোস্টকে বলেন, আমার বোনের বিয়ে হয়েছে ১০ বছর আগে। ১ ছেলে ও ১ মেয়েকে নিয়ে আশুলিয়ায় থাকতেন। আমার বোন একটি গার্মেন্টসে চাকরি করেন। গত ২৫ সেপ্টেম্বর তার স্বামী জামালপুর সরিষাবাড়ি থেকে ঢাকার আশুলিয়ার জিরানী এলাকায় আমার বোনের বাসায় আসে। পরে সে ৫০ হাজার টাকার জন্য তাকে চাপ দেয়। টাকা দিতে অস্বীকার করলে রাত ২টার দিকে তার শরীরে গরম তেল ও পানি ঢেলে দিয়ে পালিয়ে যায়। এরপর বাড়িওয়ালা কামরুল আমার বোনকে হাসপাতালে না পাঠিয়ে অ্যাম্বুলেন্সে বাড়ি পাঠিয়ে দেয়। সেখান থেকে আমার চাচি তাকে শেখ হাসিনা বার্নে ভর্তি করেন। পরে ১২ দিন চিকিৎসার পরে আজ সকালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের মা শিরিনা বেগম স্বামীকে আসামি করে আশুলিয়া থানায় মামলা দায়ের করেছেন। সেজনুরের বাড়ী ময়মনসিংহ জেলার সরিষাবাড়ি থানার পিগনা বাজার এলাকায়। ওই বাজারে জামা কাপড়ের দোকান ছিল তার। ময়নাতদন্ত শেষে তার মরদেহ সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার রাজনাথপুরে নিজ গ্রামে নিয়ে যাওয়া হবে।
এসএএ/এসকেডি