সুপ্রিম কোর্ট বারে ভ্যাকসিন কার্যক্রম সমাপ্ত
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির করোনা বুথে ভ্যাকসিন কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। বুধবার (৬ অক্টোবর) সুপ্রিম কোর্ট বারের দ্বিতীয় হল রুমে এ কার্যক্রমের সমাপনী সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির করোনা বুথে আইনজীবী ও তাদের পরিবারের সদস্যসহ ৫ হাজার জন ব্যক্তিকে দুই ডোজ করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
বারের সহ-সভাপতি মুহাম্মদ শফিক উল্যার সভাপতিত্বে সমাপনী সভায় ঢাকা জেলার সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান, সিভিল সার্জন অফিসের ডা. জুমানা আশরাফী, সুপ্রিম কোর্টের বারের সাবেক সহ-সম্পাদক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু, আবদুন নূর দুলাল, জেসমিন সুলতানা, বারের ট্রেজারার ড. মো. ইকবাল করিম, সহ-সম্পাদক ব্যারিস্টার সাফায়াত সুলতানা রুমি, কার্য নির্বাহী সদস্য এবিএম শিবলী সাদেকীন, মিন্টু কুমার মণ্ডল, ব্যারিস্টার মুনতাসির উদ্দিন আহমেদ, সহকারী অ্যাটর্নি জেনারেল তামান্না ফেরদৌস বক্তব্য রাখেন।
বক্তারা সুপ্রিম কোর্ট বারে ভ্যাকসিন সেন্টার প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আইনমন্ত্রী আনিসুল হক, ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, সভাপতি অ্যাটর্নি জেনারেল এ.এম. আমিন উদ্দিন এবং স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় তারা যেকোনো দুর্যোগ, মহামারিতে এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে আইনজীবীরা সবসময় পাশে থাকবে বলে প্রতিশ্রুতি প্রদান করেন। সভায় ভ্যাকসিন কার্যক্রম সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স, আইনজীবী স্বেচ্ছাসেবক, বারের স্টাফ, কার্যকরী কমিটির সকল কর্মকর্তা ও সদস্যদের ধন্যবাদ জানান।
এমএইচডি/এসকেডি