রাজধানীর কারওয়ান বাজারে ব্যাংক এশিয়ার সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত যুবকের পরিচয় পাওয়া গেছে। তার নাম কেশব চন্দ্র রায় পাপন (২৪), বাড়ি রংপুর জেলার তারাগঞ্জ থানার উত্তর হাজীপুর গ্রামে।

গতকাল (৫ অক্টোবর) রাত ৯টায় সাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হন তিনি। পরে পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১০ টা ৫৭ মিনিটে মৃত ঘোষণা করেন। তার পেটে ও হাতে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। তাৎক্ষণিকভাবে উদ্ধারকারীরা তার নাম পরিচয় জানাতে পারেননি। 

বুধবার (৬ অক্টোবর) সকালে তার পরিচয় শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ। সুরতহাল প্রতিবেদন তৈরি করা তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম সারোয়ার ঢাকা পোস্টকে বলেন, রাতে আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে ঢাকা মেডিকেলে আসি। আমরা তার পরিচয় শনাক্তের চেষ্টা করছিলাম। পরে আজ সকালে প্রযুক্তির সহায়তায় তার পরিচয় পাওয়া যায়। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। তার পরিবারের লোকজন এসেছেন।

তিনি আরও জানান, আমরা ঘটনার পর থেকে তদন্ত শুরু করেছি। অপরাধীদের শনাক্তে একাধিক টিম কাজ করছে। এ ঘটনায় নিহতের মামা বাদী হয়ে একটি মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন। 

নিহতের মামা কমল রায় ঢাকা পোস্টকে বলেন, আজ সকালে পুলিশের ফোন পেয়ে ঢাকা মেডিকেলে আসি। এসে আমার ভাগনের মরদেহ শনাক্ত করি। সে আমার বড় বোনের ছেলে।

তিনি আরও বলেন, আমার ভাগনে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স বিষয়ে লেখাপড়া করে।পড়ালেখার পাশাপাশি সে একটি কুরিয়ার সার্ভিসে চাকরি করত। বাসায় ফেরার পথে সে ছিনতাইকারীর কবলে পড়ে।পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তেজগাঁও থানার মুনিপুরীপাড়ার ৩ নম্বর গেটের ৯৩ নম্বর বাসার মেসে থাকত পাপন। তার মোবাইল ও সাইকেল নিয়ে গেছে ছিনতাইকারীরা। তারপরও তাকে কেন হত্যা করতে হলো বুঝতে পারলাম না। 

এসএএ/এসকেডি