২৮-২৯ অক্টোবর টিকা ক্যাম্পেইনের দ্বিতীয় ডোজ
প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে গত ২৮ সেপ্টেম্বর দেশে দ্বিতীয় দফায় টিকা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ওই ক্যাম্পেইনে প্রথম ডোজের টিকা নেওয়াদের দ্বিতীয় ডোজ প্রয়োগ হবে আগামী ২৮ এবং ২৯ অক্টোবর।
বুধবার (৬ অক্টোবর) সকালে ঢাকা পোস্টকে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম।
বিজ্ঞাপন
তিনি বলেন, এ মাসেই আমরা চার কোটির মতো মানুষকে টিকার দুই ডোজ দিতে পারব। আগামী ২৮-২৯ অক্টোবর টিকা ক্যাম্পেইনের প্রায় ৮২ লাখ মানুষ দ্বিতীয় ডোজ পাবেন। আর আগামী মাস নাগাদ অন্তত পাঁচ কোটি মানুষকে দুই ডোজ পূর্ণ টিকা দিতে পারব।
খুরশীদ আলম বলেন, সরকারের লক্ষ্যমাত্রা দেশের ৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় নিয়ে আসা। টিকা ও জনবল স্বল্পতায় সেটা কিছুটা সময়সাপেক্ষ হলেও অন্তত পাঁচ কোটি মানুষকে দুই ডোজ পূর্ণ করা গেলে অনেকটা বড় স্বস্তি মিলবে।
নিয়মিত টিকা কার্যক্রম আরও গতিশীল করা যায় কি না এমন প্রশ্নের জবাবে মহাপরিচালক আরও বলেন, প্রতিদিন বড় পরিসরে টিকা দিতে গেলে সেই পরিমাণ টিকা আমাদের হাতে নেই। কোভ্যাক্সের টিকা আসছে ঠিকই, কিন্তু তারা খুব বেশি আগে আমাদের জানাতে পারে না যে, কবে কী পরিমাণ টিকা আসবে। ফলে আমরা বেশি আগে পরিকল্পনাও করতে পারিনি। এদিকে, আমাদের সক্ষমতা থাকলেও প্রতিদিন খুব বড় আকারে বেশি মানুষকে টিকা দেওয়াও সম্ভব নয়। এতে অন্যান্য চিকিৎসা ও স্বাস্থ্যসেবা ব্যাহত হবে। বিশেষ করে, গত ক্যাম্পেইনের যে ৮০ হাজার কর্মী কাজ করেছেন তারা অন্য স্বাস্থ্যসেবা বন্ধ রেখে এটি করেছেন। ফলে প্রতিদিন সেটা করা যাবে না বলেই আমরা পাঁচ-ছয় লাখ করে দিচ্ছি।
এর আগে গত ২৮, ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত টিকা ক্যাম্পেইনের দুই দিনে প্রথম ডোজের টিকা নিয়েছেন ৭৮ লাখ ১১ হাজার ২১৬ জন। একইসঙ্গে এ সময়ে দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন আরও ২ লাখ ৮২ হাজার ২০ জন। সবমিলিয়ে ওই দুই দিনে মোট প্রথম ডোজের টিকা নিয়েছেন ৮০ লাখ ৯৩ হাজার ২৩৬ জন।
স্বাস্থ্য অধিদফতর সূত্র জানায়, ইউনিয়ন, ওয়ার্ড থেকে শুরু করে সিটি করপোরেশন ও শহর এলাকাজুড়ে এ কর্মসূচি সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে সরকারি, বেসরকারি ও সেচ্ছাসেবীসহ প্রায় ৮০ হাজার লোক অংশ নিয়েছেন।
টিআই/জেডএস