কুমিল্লা জেলার নাঙ্গলকোটে প্রতিবন্ধী, বিধবা ও বয়স্ক ভাতার কার্ড প্রদানে ঘুষ দাবির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৫ অক্টোবর) দুদকের কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাফী মো. নাজমুস সাদের নেতৃত্বে এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে। 

অভিযানের বিষয়টি নিশ্চিত করেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ শফিউল্লাহ। তিনি ঢাকা পোস্টকে বলেন, কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলা সমাজসেবা অফিসারের বিরুদ্ধে প্রতিবন্ধী, বিধবা ও বয়স্ক ভাতার কার্ড প্রদানে ঘুষ দাবির অভিযােগে অভিযান পরিচালনা করে এনফোর্সমেন্ট টিম। 

তিনি বলেন, দুদক টিম সরেজমিনে ওই দফতর পরিদর্শন করে এবং দফতরে আসা সুবিধাভোগীদের সঙ্গে তাদের অভিযোগ সম্পর্কে কথা বলে। এনফোর্সমেন্ট টিম অভিযোগের বিষয়ে উপজেলা সমাজসেবা অফিসারসহ সংশ্লিষ্টদের বক্তব্য রেকর্ড করে এবং সুবিধাভোগীদের সমস্যাগুলোর দ্রুত সমাধানের নির্দেশনা প্রদান করে। একইসঙ্গে অভিযোগ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। অভিযোগ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য প্রমাণ পরবর্তীতে কমিশনে প্রতিবেদন আকারে দাখিল করবে টিম।

এছাড়াও দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) আসা অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নিতে ৮ দফতরে এনফোর্সমেন্ট ইউনিট থেকে চিঠি দেওয়া হয়েছে।

আরএম/এসকেডি