লিটারে ১০ মি.লি. অকটেন চুরি
নির্ধারিত মূল্য আদায় করলেও পরিমাপে দিচ্ছে কম। প্রতি ১০ লিটারে চুরি করছে ১০০ মিলিলিটার অকটেন। এভাবে অভিনব কায়দায় জ্বালানি তেল পরিমাপে কম দিয়ে ভোক্তার পকেট কাটছে, হাতিয়ে নিচ্ছে টাকা।
মঙ্গলবার (৫ অক্টোবর) রাজধানীর মিরপুর-১ এর দক্ষিণ কল্যাণপুর সোহরাব সার্ভিস স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ চুরি হাতেনাতে ধরা পড়ে। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
অভিযান পরিচালনা করেন বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তার। অভিযানে সহযোগিতা করেন সংস্থাটির প্রসিকিউটিং অফিসার আহমেদ হোসেন।
বিজ্ঞাপন
বিএসটিআই জানিয়েছে, মঙ্গলবার কল্যাণপুরের সোহরাব সার্ভিস স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান হয়। প্রতিষ্ঠানটির ফিলিং স্টেশনের ব্যবহৃত অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ১০০ মিলিলিটার জ্বালানি তেল কম দিচ্ছে। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসআই/এইচকে