চট্টগ্রামের রিয়াজ উদ্দিন বাজারের এক কাঁচামাল ব্যবসায়ীর ৮০ হাজার টাকা আত্মসাৎ করে ছিনতাইয়ের নাটক সাজিয়েছিলেন দুই কর্মচারী। পরে দুই কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ অক্টোবর) চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার নিউমার্কেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন।

গ্রেফতাররা হলেন- মো. আলাউদ্দিন (৫৫) ও মো. শেখ ফরিদ (৪০)। তারা চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের মেসার্স নিউ যমুনা ট্রেডার্স নামে একটি সবজি আড়তের কর্মচারী। আলাউদ্দিন দুই বছর ধরে ও শেখ ফরিদ ৫ বছর ধরে সেখানে কাজ করতেন।

পুলিশ কর্মকর্তা নেজাম উদ্দিন বলেন, মেসার্স নিউ যমুনা ট্রেডার্সের মালিক মো. মহিউদ্দিন কাঁচামালের ব্যবসা করেন রিয়াজ উদ্দিন বাজারে। তিনি চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় বিভিন্ন ব্যবসায়ীকে বাকিতে কাঁচামাল সরবরাহ করেন। মালিকের খুবই বিশ্বস্ত হওয়ায় রোববার আলাউদ্দিনকে কক্সবাজারের রামু থেকে বকেয়া টাকা আনতে পাঠান। এরপর রামু থেকে পাওনা ৮০ হাজার  টাকা নিয়ে চট্টগ্রামে এসে মোবাইল বন্ধ করে দেন আলাউদ্দিন। পরে রাতে শেখ ফরিদ মালিককে ফোন করে জানান আলাউদ্দিন ছিনতাইয়ের কবলে পড়েছেন। আলাউদ্দিনকে ছিনতাইকারীরা মারধর করে টাকা ছিনিয়ে নিয়েছে। তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিতে হবে।এরপর রাত তিনটার দিকে মালিককে ফোন করে শেখ ফরিদ জানান, আলাউদ্দিনের হাতে ১৯টি সেলাই দেওয়া হয়েছে। এরপর তারা দোকানে চলে আসছে বলে মালিককে জানান। 

তিনি আরও বলেন, সোমবার সকালে অফিসে এসে মালিক দুজনকে জিজ্ঞাসাবাদ করলে তারা অসংলগ্ন কথা বলতে থাকেন। এমনকি থানায় অভিযোগ দিতে বললেও আলাউদ্দিন ও ফরিদ দিতে অস্বীকার করে। এরপর কৌশলে তারা পালিয়ে যান। পরে মালিক দুইজনকে আসামি করে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন। 

ওসি নেজাম বলেন, মঙ্গলবার সকালে নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের কাছ থেকে আত্মসাতের ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। 

তিনি আরও বলেন, আলাউদ্দিন নিজে তার হাতে একটি ব্লেড দিয়ে আঘাত করে বেশ কয়েকটি দাগ করে হাতে ব্যান্ডেজ পরেছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করছেন।

কেএম/এইচকে