ঢাকাসহ ৪ জেলায় নতুন খাদ্য নিয়ন্ত্রক
ঢাকাসহ দেশের চার জেলায় নতুন জেলা খাদ্য নিয়ন্ত্রক নিয়োগ দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। মঙ্গলবার (৫ অক্টোবর) মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর মধ্যে ঢাকা জেলার খাদ্য নিয়ন্ত্রক হয়েছেন চট্টগ্রাম জেলার খাদ্য নিয়ন্ত্রক (চট্টগ্রামের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব) আবু নঈম মোহাম্মদ শফিউল আলম।
বিজ্ঞাপন
আর রংপুর জেলার খাদ্য নিয়ন্ত্রক মো. আবদুল কাদেরকে চট্টগ্রাম জেলার খাদ্য নিয়ন্ত্রক (চট্টগ্রামের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব) করা হয়েছে।
অপরদিকে রাঙামাটি জেলার খাদ্য নিয়ন্ত্রক (বান্দরবানের জেলা খাদ্য নিয়ন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব) সুমাইয়া নাজনীনকে খাগড়াছড়ি এবং খাগড়াছড়ি জেলার খাদ্য নিয়ন্ত্রক কানিজ জাহান বিন্দুকে রাঙ্গামাটি জেলার খাদ্য নিয়ন্ত্রক (বান্দরবানের জেলা খাদ্য নিয়ন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব) করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, এসব কর্মকর্তারা খাদ্য অধিদফতরের বিদ্যমান বদলি নীতিমালা, ২০১৯ এর (৩) অনুচ্ছেদ অনুযায়ী আগামী ১৪ অক্টোবরের মধ্যে বদলি করা কর্মস্থলে যোগদান করবেন।
অন্যথায় ১৫ অক্টোবর থেকে তৎক্ষণাৎ অবমুক্ত হবেন বলেও এতে জানানো হয়।
এসএইচআর/এসকেডি