ফকিরাপুলের টেলিফোন নম্বর পরিবর্তন হচ্ছে
উন্নত ও আধুনিক সেবা নিশ্চিতের লক্ষ্যে রাজধানীর ফকিরাপুল এক্সচেঞ্জের পুরোনো ৭ ডিজিটের টেলিফোন নম্বরগুলো পরিবর্তন করা হচ্ছে। বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এর এক্সচেঞ্জের ১১ ডিজিটের নতুন নম্বর দিয়ে পর্যায়ক্রমে প্রতিস্থাপনের এ কাজ শুরু হয়েছে।
সোমবার (৪ অক্টোবর) বিটিসিএল এর জেনারেল ম্যানেজার (মার্কেটিং, পি আর অ্যান্ড পি) মীর মোহাম্মদ মোরশেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নম্বর পরিবর্তনের কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিটিসিএল এর পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞাপন
পুরোনো টেলিফোন নম্বরগুলো পরিবর্তন করে নতুন নম্বর প্রতিস্থাপন করা হচ্ছে। প্রতিস্থাপনের সময় যথাসম্ভব পুরোনো ডিজিটের শেষ ডিজিটগুলো মিল রেখে নতুন নম্বর দেওয়া হচ্ছে।
বিটিসিএল জানায়, পুরোনো ও নতুন টেলিফোন নম্বরের তালিকা বিটিসিএল এর ওয়েবসাইটে www.btcl.gov.bd দেওয়া হয়েছে। নম্বর পরিবর্তনের সঙ্গে সঙ্গে গ্রাহককে নতুন নম্বরটি ফোনকলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়া গ্রাহকদের নম্বর পরিবর্তন বিষয়ে তথ্য জানতে চাইলে যেকোনো সময় বিটিসিএল এর কল সেন্টার “১৬৪০২” তে ফোন করতে পারবেন। অথবা অফিস সময়ে ০২২২৩৩৮৪৯৯৯ অথবা ০২২২৩৩৫৫০০০ নম্বরে ফোন করে তথ্য জানা যাবে।
উল্লেখ্য, বিটিসিএল থেকে বিটিসিএল অথবা মোবাইল থেকে বিটিসিএল নম্বরে কল করতে পরিবর্তিত ১১ ডিজিট ডায়াল করতে হবে। তবে বাংলাদেশের বাইরে থেকে পরিবর্তিত নম্বরে কল করতে হলে ‘৮৮’ যুক্ত করে ১৩টি ডিজিট চাপতে হবে।
একে/জেডএস