জাপানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়া ফুমিও কিশিদাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক টুইট বার্তায় এ তথ্য জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জাপানের নতুন প্রধানমন্ত্রীকে জানানো শুভেচ্ছা বার্তায় শেখ হাসিনা চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর ভিত্তি করে প্রধানমন্ত্রী কিশিদার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। যাতে দুই দেশের কৌশলগত অংশীদারিত্বকে আরও উন্নীত করা যায় এবং এর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগকে আরও প্রসারিত করা যায়।

সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, জাপানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন ফুমিও কিশিদা। পূর্বসূরি ইয়োশিহিদি সুগা এক বছর ক্ষমতায় থাকার পর পদত্যাগ করায় দেশটিতে নতুন প্রধানমন্ত্রী হিসেবে ৬৪ বছর বয়সী ফুমিও এ দায়িত্ব গ্রহণ করেছেন। গত সপ্তাহে ফুমিও জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সমর্থন লাভ করেন।

গত বছর জাপানের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন সদ্যবিদায়ী ইয়োশিহিদা সুগা। তবে জনগণ ও দলের অবস্থানের বিরুদ্ধে গিয়ে চলতি বছর জাপানে অলিম্পিক আয়োজনের অনুমতি দিয়ে বিপাকে পড়েন তিনি। তাছাড়া করোনাভাইরাস মহামারি রোধে ব্যর্থ হওয়ায় সাবেক প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা ভীষণ কমে যায়। মাত্র এক বছর ক্ষমতায় থাকার পর তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।

এনআই/ওএফ