ভেরিফিকেশন সনদ ছাড়া ওজনযন্ত্র ব্যবহার ও মেয়াদোত্তীর্ণ মশলা পণ্য বিক্রির দায়ে জহির অ্যান্ড ব্রাদার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৪ অক্টোবর) বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

বিএসটিআই জানায়, সোমবার গুলশান-১ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিএসটিআইয়। এ সময় জহির অ্যান্ড ব্রাদার্সে ৩০ কেজি ধারণক্ষমতার মেগা ব্র্যান্ডের ওজনযন্ত্র ব্যবহার করতে দেখা যায়। ওজনযন্ত্রটির বিএসটিআইয়ের ভেরিফিকেশন সনদ ছিল না। এছাড়া রশুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, আতপ চালের গুড়াসহ বিভিন্ন পণ্য মেয়াদোত্তীর্ণ অবস্থায় বিক্রি করতে দেখা যায়। দোকানে থাকা সেনসোডাইন রিপেয়ার অ্যান্ড প্রটেক্ট পণ্যের আমদানিকারকের নাম ও ঠিকানা উল্লেখ নেই। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা। এ সময় সংস্থাটির সহকারী পরিচালক  মো. মোহাম্মদ লিয়াকত হোসেন ও পরিদর্শক মো. রফিক আজাদ উপস্থিত ছিলেন। 

এসআই/এসকেডি