চট্টগ্রামের হালদা নদী থেকে আরও একটি ডলফিন মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সোমবার (৪ অক্টোবর) সকালে হালদা নদীর রামদাস মুন্সিহাট এলাকা থেকে ডলফিনটি উদ্ধার করা হয়েছে। 

ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির কো-অর্ডিনেটর অধ্যাপক মনজুরুল কিবরিয়া। তিনি বলেন, ডলফিনটির দেহ পচে যাওয়ায় কোনো আঘাতের চিহ্ন শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ধারণা করছি জেলেদের জালে আটকা পড়ে শ্বাসরোধ হয়ে মারা গেছে ডলফিনটি। মৃত ডলফিনটি মাটিচাপা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত হালদা নদী থেকে ৩১টি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। 

জানা গেছে, স্থানীয়রা মৃত ডলফিনটি হালদা নদীর রামদাস মুন্সিহাট এলাকায় ভাসতে দেখেন। পরে নৌপুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে স্থানীয়দের সহায়তায় ডলফিনটি উদ্ধার করে। ডলফিনটি মাটিচাপা দেওয়া হয়েছে। 

এর আগে ৩০ সেপ্টেম্বর হালদা নদী থেকে ৫৯ ইঞ্চি দৈর্ঘ্যের একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছিল।

কেএম/জেডএস