এক কর্মকর্তাকে একাধিক প্রকল্পে নিয়োগ নয়
একজন কর্মকর্তাকে একাধিক প্রকল্প কর্মকর্তা নিয়োগ না করার সুপারিশ করেছে সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটি। পাশাপাশি কমিটি প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করারও সুপারিশ করেছে।
রোববার (৩ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
বৈঠকে সাইবার হ্যাকিংয়ের মাধ্যমে ফেডারেল রিজার্ভ ব্যাংক, নিউইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের হিসাব থেকে চুরি হওয়া অর্থ উদ্ধারে আইনি প্রক্রিয়া সম্পাদনের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
বৈঠকের শুরুতে সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সাবেক সভাপতি অধ্যাপক মো. আলী আশরাফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং তার আত্মার মাগফেরাত কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়।
কমিটির সভাপতি মো. মোসলেম উদ্দিনের সভাপতিত্বে কমিটির সদস্য মো. মজিবুল হক, গোলাম মোহাম্মদ সিরাজ এবং আরমা দত্ত বৈঠকে অংশগ্রহণ করেন।
এইউএ/জেডএস