কড়াইল বস্তিতে আগুন
রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২ অক্টোবর) বিকেল ৩টা ৫৩ মিনিটে আগুনের খবরে দুটি ইউনিট পাঠিয়েছে ফায়ার সার্ভিস সদর দফতর।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার লিমা খানম জানান, আগুনের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে দুটি ইউনিট পাঠানো হয়েছে। এখনো ঘটনাস্থলে পৌঁছতে পারেনি। আগুনের কারণ এখনো জানা যায়নি।
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিস কাজ শুরুর পর এব্যাপারে বিস্তারিত বলা যাবে বলেও জানান তিনি।
জেইউ/জেডএস